ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে হাইকোর্টের রুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:৪৭, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং শিশুদের জন্য ক্ষতিকর উপাদান ইন্টারনেট থেকে কেন সরানো হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে, এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোটের্র একটি ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান। 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বিভিন্ন গণমাধ্যমে শিশুদের জন্য ইন্টারনেটের ক্ষতিকর দিক তুলে ধরে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট দায়ের করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি