ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্যাসিনোবিরোধী অভিযানের পর ঢাকা ছাড়েন সম্রাট : বেনজীর আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ৬ অক্টোবর ২০১৯

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর এক দুইদিনের মধ্যে ইসমাইল চৌধুরী সম্রাট রাজধানী ত্যাগ করে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

আজ রোববার দুপুরে র‌্যাব সদর দফতরে এ বিষয়ে ব্রিফ করেন বেনজীর আহমেদ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‌্যাব ডিজি বলেন, ‘পালানোর জন্য তিনি এমন কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে কাজ করতে গিয়ে আমরা একাধিকবার সম্রাটের নাম পেয়েছি। আমরা যখন ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করি, তার দু একদিনের মধ্যেই সম্রাট ঢাকা ত্যাগ করেন। আমাদের দীর্ঘদিন সময় লেগেছে উনাকে লোকেট করতে।’

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘আমরা ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনো ব্যবসা বন্ধ করেছি। এরপর যারা ক্যাসিনোর সঙ্গে সরাসরি জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। আরও যারা জড়িত বা ক্যাসিনো পরিচালনা করেছে, তাদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে র‌্যাব সদস্যরা। দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এ কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি