ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিএনপির এমপি হারুনের ৫ বছরের জেল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২১ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৪৯, ২১ অক্টোবর ২০১৯

এমপি কোটায় আনা শুল্কমুক্ত গাড়ি বিক্রি করে শুল ফাঁকির দায়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  দুদকের দায়ের করা মামলায় কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ -এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় প্রদান করেন। হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

দুদকের আদালত পরিদর্শক আশিকুজ্জামান গণমাধ্যমকে জানান, মামলার রায়ে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার পরিদর্শক মাইনুল ইসলাম। 
এদিকে, এমপি হারুন অর রশিদ ছাড়াও চ্যানেল নাইনের এমডি এনায়েতুর রহমান বাপ্পীকে ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ ধারার অন্য আসামি ইশতিয়াক সাদেককে তিন বছর কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। 

আই/টিআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি