ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দোহারে মা ইলিশ ধরার অপরাধে ৯ জনের কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩৬, ২১ অক্টোবর ২০১৯

ঢাকার দোহার উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৯ জনের কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালতে মোট ৯ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সেই সঙ্গে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিম খানায় প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমশিনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হলে জেলেরা ভোরে মাছ শিকার করতেন। তাই আজ আমরা ভোরে পদ্মায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করি।

অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মৎস কর্মকর্তা প্রিয়াংকা সাহা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি