ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনসারুল্লাহ’র ৪ জঙ্গি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)।

আজ রোববার সকালে র‍্যাব’র গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

খুদে বার্তায় র‍্যাব জানায়, খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়  জানায়নি র‌্যাব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে ব্যাবের পক্ষ থেকে বলা হয়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি