ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আইএসের টুপি নিয়ে যা বললেন ওই আসামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৪ ডিসেম্বর ২০১৯

গুলশানের হলি আর্টিজানে হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগান ‘আইএস টুপি’র উৎস সম্পর্কে আদালতকে বলেছে, ‘রায় ঘোষণার পর আদালতের বারান্দায় ভিড়ের মধ্যে অপরিচিত এক ব্যক্তি ওই টুপি (আইএসের লোগো ছাপা) আমাকে দিয়েছে।’ 

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে মঙ্গলবার সে এ কথা জানায়।

‘কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান’ মামলায় ৯ আসামিকে এদিন সকাল ৯টা ৪১ মিনিটে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টা ২৮ মিনিটে তাদের ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ১২টা ৪৫ মিনিটে আদালতের কার্যক্রম শেষে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিদের মধ্যে ছয়জনই গুলশান হলি আর্টিজানে হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এদিন বিচারক রিগ্যানের কাছে জানতে চান, ‘ওইদিন ওই টুপি কোথায় পেয়েছিলেন? জবাবে কাঠগড়ায় থাকা রিগ্যান বলে, ‘রায় ঘোষণার পর আদালতের বারান্দায় ভিড়ের মধ্যে অপরিচিত এক ব্যক্তি ওই টুপি আমাকে দিয়েছে।’

বিচারক জানতে চান, এত লোক থাকতে আপনাকে টুপি দিল কেন? জবাবে রিগ্যান বলে, ‘যে টুপি দিয়েছে প্রশ্নটা তাকে করলেই ভালো হয়।’

তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? জবাবে রিগ্যান বলে, ‘তাতে কালেমা শাহাদাত লেখা ছিল। ভালো লাগায় টুপিটি নিয়েছি।’ বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? জবাবে রিগ্যান বলে, ‘না। আর কাউকে দেয়নি। প্রিজনভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপি নিয়ে পড়েছে।’

আসামিদের আদালতে আনা উপলক্ষে এদিন কঠোর পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা যায়। নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের আদালতে ঢুকতে দেয়া হয়নি। আইনজীবীদের প্রবেশেও ছিল কঠোর নিয়ন্ত্রণ। কাজের জন্য যেতে চাইলেও যেতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন অনেক আইনজীবী।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, নিরাপত্তা স্বার্থে ওপর মহলের নিষেধ রয়েছে। জঙ্গিদের আইএস টুপি পরা নিয়ে এ ব্যবস্থা। তবে এ ব্যাপারে উপস্থিত দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা কথা বলতে রাজি হননি।

২৭ নভেম্বর একই আদালত গুলশান হলি আর্টিজানে হামলা মামলার রায় দেন। পরে আসামি রিগ্যানের মাথায় এবং প্রিজনভ্যানে আরেক আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর মাথায় ‘আইসের লোগো সংবলিত’ ওই টুপি দেখা যায়। এ নিয়ে গড়া দুই তদন্ত কমিটি পাল্টাপাল্টি মত দিয়েছে।

কারা কর্তৃপক্ষের কমিটি বলছে, কারাগার থেকে আসামিরা আইএসের লোগো সংবলিত টুপি নিয়ে যায়নি বলে তারা নিশ্চিত হয়েছে। আর ঢাকা মহানগর পুলিশের গঠিত তদন্ত কমিটি বলছে, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকেই জঙ্গিরা আইএস লোগো সংবলিত টুপি আদালতে নিয়ে এসেছিল।

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযান মামলায় পলাতক আসামি আজাদুল কবিরাজকে আদালতে হাজির হতে মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়েছে। এ ছাড়া মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি