ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘রুম্পাকে ধর্ষণের আলামত মেলেনি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার (২০) শরীরে ধর্ষণের আলামত মেলেনি বলে জানিয়েছেন তার মরদেহ ময়নাতদন্তকারী চিকিৎসকরা।

শনিবার (১৪ নভেম্বর) ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘রুম্পার ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তবে, তাকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি’। 

ঢামেকের সহযোগী এ অধ্যাপক বলেন, ‘অন্য যেসব পরীক্ষা দেওয়া হয়েছিল, সেগুলোর রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট আসার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। সংশ্লিষ্ট থানার পুলিশ আসলে রিপোর্ট তাদের দিয়ে দেওয়া হবে।’

গত বুধবার ৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা জানতে ভিসেরাসহ অন্যান্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়।

৬ ডিসেম্বর (শুক্রবার) ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের বিজয়নগরে দাফন করা হয়েছে। পরে থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি