ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে বিচারপতির ছেলের বিরুদ্ধে করা রিট শুনতে রাজি হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় এক বিচারপতির পাস না করা ছেলে জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট শুনতে সম্মত হয়েছেন একটি বেঞ্চ। এর আগে পর্যায়ক্রমে এ রিট শুনতে তিনটি পৃথক বেঞ্চ বিব্রত হয়।

অবশেষে আজ রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিট শুনতে সম্মত হন।

আদালত বলেন, মামলাটি শুনানির জন্য আগামী মঙ্গলবার কার্যতালিকায় থাকবে।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে গত ২১ ও ২৮ নভেম্বর এবং ১১ ডিসেম্বর হাইকোর্টের বেঞ্চ ওই রিট শুনতে অপরাগতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় বারবার অনুত্তীর্ণ হওয়ার পরও হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান বাদী হয়ে এ রিট করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি