ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভুল অপারেশনে পঙ্গু প্রসূতির মৃত্যু, ডাক্তারের জেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ৯ জানুয়ারি ২০২০

আসামি ডাক্তার নন্দ দুলাল

আসামি ডাক্তার নন্দ দুলাল

ভুল অপারেশনে প্রসূতিকে পঙ্গু করার দায়ে মাগুরা ম্যাটারনিটি হাসপাতালের ডা: নন্দ দুলালকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন মাগুরা আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় আসামি ডা: নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে হাজিপুর গ্রামের প্রসূতি সালমা খাতুনের সিজার করতে গিয়ে ভুলক্রমে মূত্র নাড়ি কেটে ফেলেন। ডাক্তারের ভুল অপারেশনের কারণে সালমা খাতুন পঙ্গু হয়ে গেলে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদি হয়ে আদালতে (মাগুরা-জে আর-৩০০) মামলা রুজু করেন এবং পরবর্তীতে সালমা মৃত্যুবরণ করেন। 

ওই ঘটনার তদন্তে জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে ডাক্তার নন্দ দুলাল নিজে তার ভুল অপারেসনের বিষয়টি স্বীকার করেন। পরে আদালতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বিজ্ঞ বিচারক  উপরোক্ত রায় প্রদান করেন।

আসামি পক্ষের আইনজীবি কুমুদ রঞ্জন জানান, আপিলের স্বার্থে একই আদালতে আসামির জামিন আবেদন করায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জিয়াউর রহমান তা মঞ্জুর করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি