ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিফাত হত্যা: মিন্নির জামিন বাতিলের শুনানি ২৬ জানুয়ারি

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৬, ১৫ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের শোকজের জবাব দাখিল করেছেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম।

বুধবার সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে তিনি শোকজের জবাব দাখিল করেছেন। এ বিষয়ে আগামী ২৬ জানুয়ারী শুনানির তারিখ নির্ধারণ করেছেন বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান।

অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, মিন্নির জামিন বাতিলের বিষয়ে রাষ্ট্রপক্ষ যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং অবিশ্বাসযোগ্য। তিনি আরও দাবি করেন, আদালত জবাবে সন্তুষ্ট হয়ে মিন্নির জামিন বহাল রাখবেন।

সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, আয়শা সিদ্দিকা মিন্নি সাক্ষীদের হত্যার হুমকি দিয়েছেন, তাই তিনি জামিন বাতিলের আবেদন করেছেন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকায় কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক ৮ ও অপ্রাপ্তবয়স্ক ১১ আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। আদালতে উপস্থিত ছিলেন- এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, অপ্রাপ্তবয়স্ক আসামি প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক ও আরিয়ান হোসেন শ্রাবণ। রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নিহত রিফাতের বন্ধু মঞ্জুরুল আলম জন, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জাকারিয়া বাবু। আর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নিহত রিফাতের একমাত্র বোন ইসরাত জাহান মৌ, দুই চাচা আব্দুল আজিজ শরীফ ও আব্দুল লতিফ শরীফ।

গত বছরের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি