সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসল মুজিব শতবর্ষ ক্ষণগণনার ঘড়ি
প্রকাশিত : ১০:২৪, ২৭ জানুয়ারি ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি স্থাপন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গতকাল রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি এ ঘড়ি স্থাপন করে।
এ সময় উদযাপন কমিটির সদস্যদের মধ্যে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১১ জানুয়ারি প্রধান বিচারপতির সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি সুপ্রিম কোর্টেও বছরব্যাপী ‘মুজিববর্ষ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি দ্বিতীয় সভায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘড়ি স্থাপনের সিদ্ধান্ত নেয় কমিটি।
সিদ্ধান্ত অনুসারে, আগামী মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জিয়ারতের মাধ্যমে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে। কমিটি একটি স্মরণিকাও প্রকাশ করবে। এরপর এপ্রিলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা এবং অক্টোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ছাড়া বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সুপ্রিম কোর্ট প্রশাসন। মুজিববর্ষ উদযাপনের লক্ষ্যে এ বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু করে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুন