ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যকরী পরিষদের দুদিনব্যাপী নির্বাচন আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। যা আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে। 

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ১৮ হাজার ১৫০ জন আইনজীবী।

এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান নিবাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম।

তিনি বলেন,‘নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি  কমিশনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য কাজ করবেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে মধ্যে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি