ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিএনসিসি’র নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ২ মার্চ ২০২০ | আপডেট: ১৩:০৮, ২ মার্চ ২০২০

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে তাবিথ আউয়াল- সংগৃহীত

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে তাবিথ আউয়াল- সংগৃহীত

Ekushey Television Ltd.

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যের দাবি তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন তাবিথ আউয়াল। আজ সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

তার পক্ষে আদালতে আইনজীবী ছিলেন এ কে এম এহসানুর রহমান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এ বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি। বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।’

তাবিথ আউয়াল ডিএনসিসি’র নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের কাছে বিশালে ভোটের ব্যবধানে পরাজিত হন তাবিথ। ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পান ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট এবং তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি