ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিকে শামীমের দেহরক্ষীরা কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার কথিত যুবলীগ নেতা জি কে শামীমের চার দেহরক্ষী কীভাবে কোন যোগ্যতায় অস্ত্রের লাইসেন্স পেলেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তাদের আয়কর রিটার্ন বিষয়ে তথ্যও জানতে চেয়েছেন আদালত। আগামী ৫ মার্চ তা প্রতিবেদন আকারে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

জি কে শামীমের চার দেহরক্ষী হলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন।

চার দেহরক্ষীর জামিনের বিষয়ে রুল শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন কেন প্রদান করা হবে না, সেই মর্মে রুল দিয়েছিলেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম সরদার।

গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, জিকে শামীমকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাদক এবং ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। আর এ চার আসামি হলেন তার সহযোগী। এদের বিরুদ্ধে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানার মামলা হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি