ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৩ এপ্রিল ২০২০ | আপডেট: ১৩:৩৪, ২৩ এপ্রিল ২০২০

করোনা মোকাবিলায় ডাক্তার, নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের যথাযথ ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম বা পিপিই সরবরাহে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন) এ নোটিশ পাঠান।

জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের (স্বাস্থ্য সেবা বিষয়ক) সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) সরকারি ই-মেইলে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে হলেও বর্তমানে সে ভাইরাসের প্রভাব বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিস্তৃত। এই ভাইরাসের কারণে মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার ইতোমধ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী এ ভাইরাস মোকাবিলা করাসহ দেশের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নানারকম সুযোগ-সুবিধা দিয়ে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নোটিশে বলা হয়, ‘এ মুহূর্তে একাধিক দৈনিক পত্রিকা ও নিউজপোর্টালে প্রকাশিত খবরের আলোকে জানতে পারি, করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ পদক্ষেপ নিতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। এ ব্যর্থতার কারণে গত ২২ এপ্রিল পর্যন্ত দেশের ১৭০ জন ডাক্তার, ১০০ জন পুলিশ, ২৮ জন সাংবাদিক, সাত জন প্রশাসনিক কর্মকর্তা, নার্সসহ তিন হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতোমধ্যে ১১০ জন মৃত্যুবরণ করেছেন।’

নোটিশে আরও বলা হয়, ‘এ ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তি এবং এক গোষ্ঠী থেকে অন্য জনগোষ্ঠীতে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপরও ডাক্তারদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম অর্থাৎ পিপিই সরবরাহ করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ব্যর্থ হয়েছেন। এছাড়াও তিনি আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও করোনা মোকাবিলায় সংশ্লিষ্টদের জন্য যথাযথ ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। যদিও দেশের সব মানুষের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ক্ষমতাবান ও দায়িত্বশীল বটে। তাই করোনায় অব্যবস্থাপনার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না।’

‘বাংলাদেশ সংবিধানের ১৫(ক), ১৮(১) এবং ৩২ অনুচ্ছেদে স্বাস্থ্য সেবার ব্যাপারে উল্লেখ রয়েছে। এরমধ্যে ৩২ অনুচ্ছেদ অনুযায়ী স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। তাই সার্বিক বিবেচনায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. আবুল কালাম আজাদের ইতিপূর্বেই পদত্যাগ করা যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি তা করেননি। তাই এই নোটিশ প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করতে অনুরোধ জানানো হলো। অন্যথায় তিনি তার অবিচক্ষণ কার্যকলাপের জন্য সৃষ্ট সব ধরনের ক্ষতির জন্য দায়ী থাকবেন। এ কারণে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি