ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পিপিই দিতে নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ১৮ মে ২০২০

Ekushey Television Ltd.

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যদের প্রযোজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), গ্লাভস, সার্জিকাল মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে উপদেষ্টা কমিটির নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সুপারিশ সম্পর্কে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

ভার্চুয়াল আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘হাইকোর্ট দুই দফা নির্দেশনা দিয়ে মামলাটি শুনানির জন্য রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন।’

এর আগে গত ১১ মে এ বিষয়ে রিট আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আজ এ রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি