ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘরে বসেই বানান গরুর মাংসের কাঠি কাবাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

গরুর মাংস দিয়ে নানা পদের খাবার রান্না করা যায়। এর মধ্যে কাবারের আইটেমই আছে বেশ কয়েকটি। তবে গরুর মাংসের কাবাবের মধ্যে কাঠি কাবাব বেশ সুস্বাদু। আর পরিবেশনেও ঝামেলা নেই। কোরবানিতে বাসায় বসেই খুব সহজে তৈরি করতে পারেন এই সুস্বাদু খাবারটি। আবার যে কোন আপ্যায়নে এই খাবারটি পরিবেশন করলে নিশ্চিত আপনি প্রশংসা পাবেন।

কাঠি কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন এই কাবাব। তার বিস্তারিত জেনে নিন..

উপকরণ

১. গরুর মাংসের কিমা আধা কেজি

২. ডিম একটি

৩. পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ

৪. আদা বাটা এক চা চামচ

৫. রসুন বাটা এক চা চামচ

৬. ঘি দুই টেবিল চামচ

৭. কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ

৮. কাঁচামরিচ কুঁচি চার-পাঁচটি

৯. জয়ফল গুঁড়া আধা চা চামচ

১০. জয়ত্রী গুঁড়া আধা চা চামচ

১১. কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ

১২. কাঁচা পেঁপে বাটা দুই চা চামচ

১৩. লবণ স্বাদমতো

১৪. কাঠি পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, ডিম, পেঁয়াজ বেরেস্তা, আদা বাটা, রসুন বাটা, ঘি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, জয়ফল গুঁড়া, জয়ত্রী গুঁড়া, কাজুবাদাম, কাঁচা পেঁপে ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মেরিনেটের জন্য মাংসের মিশ্রণ এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর কাঠের কাঠির মধ্যে মুঠো করে মাংসের মিশ্রণ লাগিয়ে নিন। প্যানে ঘি গরম করে এগুলো ভাজতে থাকুন। দুই পাশ বাদামি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরুর মাংসের কাঠি কাবাব। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি