ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

যাত্রা শুরু করলো ভেলা অ্যাস্থেটিকস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২১

বিশ্বমানের লেজার কেয়ার সেবা নিয়ে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ভেলা অ্যাস্থেটিকস। রোববার সন্ধ্যায় (২৬ সেপ্টেম্বর) বনানীতে একঝাঁক তারকাদের অংশগ্রহণে যাত্রা শুরু করলো লেজার কেয়ার সেন্টারটি। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও নারী উদ্যোক্তা সীমা হামিদ, তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন তমা মির্জা, বিপাশা কবির, বুলবুল টুম্পা, আঁখি আফরোজ, রুহী, সারিকা সাবাহ, বারিশ হক, নাজিফা তুষি, আসিফ খান, রায়হান রাফি, অ্যাডলফ খান, জাহিদ খান, মন্দিরা চক্রবর্তী সহ আরো অনেকে। 

ভেলা লেজার কেয়ার প্রসঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. দিলরুবা সুমাইয়া বলেন “আমরাই সবচেয়ে কম মূল্যে স্কিন কেয়ার, লেজার, অ্যান্টি এজিং ও ওয়েট ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছি। ভেলা শেপিং পদ্ধতিতে আমরাই সবচেয়ে কম সময়ে গ্যারান্টি সহকারে বডি শেপিং ও মেদ কমাচ্ছি। এছাড়া স্কিনের সব ধরনের চিকিৎসায় বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি”। এরপর তারকা অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি