ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

কীভাবে ঠোঁটে স্ক্রাব করবেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৩ ডিসেম্বর ২০২১

আমরা সাধারণত মুখ, চুল বা দেহের যত্ন নিলেও ঠোঁটের দিকে তেমন একটা নজর দেই না। কিন্তু ঠোঁটেরও যত্ন নেওয়া প্রয়োজন। কারণ, ঠোঁটও মুখেরই একটি অংশ। আর নরম ঠোঁট সবাই পছন্দ করেন। এক্সফোলিয়েশনের উপকারিতার সাথে আমরা সবাই পরিচিত। এটি মৃত এবং নিস্তেজ ত্বক অপসারণ করে এবং ত্বককে চাঙ্গা করে তোলে। তাই ঠোঁট স্ক্রাব করাও একইভাবে উপকারি। কারণ এটি মৃত ও শুষ্ক ত্বক থেকে ঠোটকে মুক্তি দেয় এবং নরম করে তোলে।

চলুন জেনে নেওয়া যাক ঠোঁট স্ক্রাব করার সুবিধা এবং কীভাবে করবেন।

ঠোঁট স্ক্রাবের উপকারিতা

> এটি ত্বককে নরম করে তোলে।
> ফাটা ঠোঁট ঠিক করে।
> ঠোঁটকে হাইড্রেটেড রাখে।
> লিপস্টিক দীর্ঘ সময় ধরে রাখে।
>শুষ্ক ঠোঁট ঠিক করে।

কীভাবে ঠোঁট স্ক্রাব করবেন?

ঠোঁটের স্ক্রাব সঠিক উপায়ে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করা খুব কঠিন কিছুও নয়। এর জন্য ৫টি পদক্ষেপই যথেষ্ঠ। দেখে নিন বিষয়গুলো -

> ঠোঁট থেকে আগের মেক-আপ সরিয়ে ফেলুন এবং আলতো করে ধুয়ে ফেলুন।
> এবার অল্প পরিমাণে ঠোঁটের স্ক্রাব নিয়ে তা ঠোঁটের উপরে লাগান।
>প্রায় পাঁচ মিনিট ধরে আস্তে আস্তে আপনার ঠোঁটে স্ক্রাব করুন।
>স্ক্রাবিং হয়ে গেলে পরিষ্কার কাপড় দিয়ে স্ক্রাবটি মুছে ফেলুন এবং ঠোঁট ধুয়ে ফেলুন।
>এরপর ঠোঁটে লিপ বাম লাগান। 

সূত্র: বোল্ডস্কাই
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি