ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

লাল লিপস্টিকে পোশাকে আনুন ক্ল্যাসিক ছোঁয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৫ জানুয়ারি ২০২৩

লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙাতে পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া দায়। মেকআপের পর বেশিরভাগ নারীরই পছন্দ লাল ঠোঁট। নারীদের কালেকশনে একটি লাল লিপস্টিক থাকবে না তা হয়না। কারণ এই লাল রং সব স্কিনটোনের সাথে মানায় ভালো।

লাল ঠোঁটের সঙ্গে ‘বোল্ড’ এবং ‘কিউট’ দুই লুক-ই খুব ভালো মানায়। কিন্তু এ দুইটি লুক অনেকটাই নির্ভর করে পোশাকের উপর।

তাই লাল ঠোটের সঙ্গে কোন ড্রেসগুলো বেশি ভালো লাগবে আর স্টাইলিশ হবে সেটাই আজ জানবো... 

ব্ল্যাক ড্রেস

ব্ল্যাক ড্রেসের সঙ্গে রেড লিপস্টিক জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর কালো রঙটাইতো খুব রহস্যময়! একটা সিম্পল ব্ল্যাক ড্রেসের সঙ্গে লাল ঠোঁট দারুণ একটি ইউনিক লুক সৃষ্টি করে।

হোয়াইট ড্রেস

রঙের মধ্যে সাদাকে সবচেয়ে পবিত্র রং বলা হয়। সবচেয়ে স্নিগ্ধ এই রঙের পোশাক, এমন কোনো পার্টি নেই যেখানে পরলে মানায় না! আর এর সঙ্গে ঠোঁটে যদি থাকে লাল লিপস্টিক, তাহলে সেটা আপনাকে করে তুলবে সবার থেকে আলাদা! শীত হোক বা গ্রীষ্মকাল, হোয়াইট ড্রেসের সঙ্গে রেড লিপস্টিক সবসময় মহনীয়তার পরিচয় বহন করে।

মেটালিক বা সিলভার ড্রেস

২০১৮ থেকে এখন পর্যন্ত মেটালিক বা সিলভার কালারের ড্রেস হাই ফ্যাশান-এ আছে। এটি এমন একটি কালার যা সব স্কিনটোনে মানায়। এর সঙ্গে সিম্পল মেকআপেও অত্যন্ত আকর্ষণীয় লাগে। আর মেটালিক বা সিলভার কালারের সঙ্গে লাল ঠোঁট অভারল গেটআপ-এ জৌলুস এনে দেয়। আর লাল লিপস্টিক দিলে এর সঙ্গে আর কোনো ভারী মেকআপেরও প্রয়োজন হয় না।

অ্যাশ এন্ড হোয়াইট কম্বিনেশন ড্রেস

খুবই মিষ্টি একটা কালার কম্বিনেশন যা সব সিজন-এ চলে। রেড লিপস্টিক এই কালার-এর ড্রেসকে আরো ব্রাইট আর বোল্ড করে তুলে। আর সৃষ্টি করে এক এক্সক্লুসিভ স্টাইল!

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি