ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

শরীর ঘামলে কী করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৮, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:০১, ১৩ জুলাই ২০১৭

অনেকেই আছেন, যাদের প্রচুর ঘাম হয়। আর ঘাম হলেই সঙ্গে সঙ্গে নাকে  দুর্গন্ধ আসে। তাই শরীর প্রচুর ঘামলে  কীভাবে নিজেকে সুন্দর রাখবেন, আসুন স্বস্তির জন্য জেনে রাখি কিছু টিপস-

 ড্রাই শ্যাম্পু

প্রত্যেকদিন শ্যাম্পু করা যায় না। কিন্তু ঘাম হলে চুলে ও স্কাল্পে বড্ড দুর্গন্ধ হয়। কেমন একটা চিপচিপেভাব দেখা দেয়। এমন অস্তত্বিকর পরিস্থিতি এড়িয়ে চলতে ব্যবহার করতে পারেন ড্রাই শ্যাম্পু। চটজলদি ব্যবহারও করা যায় এবং নিমেষের মধ্যে চিপচিপেভাব ও দুর্গন্ধের হাত থেকে নিস্তার পেতে পারেন।

ফুট স্প্রে

জুতা, মোজা পরলে পায়ে ঘাম হয়। যার  ফলে  দুর্গন্ধ ছড়িয়ে পরে সব খানে, সহ্যই করা যায় না। এমনটা হলে ব্যবহার করুন ফুট স্প্রে।

অ্যান্টিপার্সপিরেন্ট ওয়াইপস

যদি বেশি ঘাম হয়, ব্যবহার করুন অ্যান্টিপার্সপিরেন্ট ওয়াইপস। তাতে ত্বকের উপর নোংরাও দূর হবে, আপনি সতেজ বোধ করবেন।

অ্যান্টিপার্সপিরেন্ট হ্যান্ড লোশন

অনেকের হাত পা খুব ঘামে। সেক্ষেত্রে ব্যবহার করুন অ্যান্টিপার্সপিরেন্ট হ্যান্ড লোশন। অনেকটা ফ্রেশ বোধ করবেন।

সোয়েট ফ্রি সানস্ক্রিন

অয়েল ফ্রি সানস্ক্রিন যেমন পাওয়া যায়, তেমনই পাওয়া যায় সোয়েট ফ্রি সানস্ক্রিন। সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে, অতিরিক্ত ঘামে সব ধুয়ে মুছে যাবে। সোয়েট ফ্রি সানস্ক্রিন ব্যবহার করলে তা ত্বকের উপর দীর্ঘসময় পর্যন্ত থাকবে। তাই  ফ্রেশ থাকতে হলে ব্যবহার করতে পারেন।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি