ভাঙা লিপস্টিক জোড়া লাগাবেন যেভাবে
প্রকাশিত : ১১:০৬, ২৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৫১, ২৯ জানুয়ারি ২০১৮
ঠোঁট রাঙিয়ে তুলতে প্রয়োজন লিপস্টিকের। লিপস্টিকই ঠোঁটের সৌন্দর্য বাড়িয়ে তোলে। বাহিরে বেড়াতে গেলে ঠোঁটে লিপস্টিক না হলে যেন চলেই না। তাই মেয়েদের সাজগোজের উপকরণে লিপস্টিক থাকা চাইই চাই। তবে এ কথা সত্য যে ঠোঁটে লিপলাইনার দিয়ে সুন্দরভাবে এঁকে লিপস্টিক দিলে অন্য কোন সাজের যেন আর প্রয়োজনই হয় না।
কিন্তু সেই লিপস্টিক যদি ঠোঁটে দিতে গিয়ে হঠাৎ ভেঙে যায় তাহলে মনটা খুবই খারাপ হয়ে যায়। তবে মন খারাপের কিছু নেই। কিছু উপায় রয়েছে যার মাধ্যমে ভাঙা লিপস্টিক জোড়া লাগানো সম্ভব। আপনি বাড়িতে বসেই ভাঙা লিপস্টিক জোড়া লাগাতে পারেন। ভাঙা লিপস্টিক জোড়া লাগানোর উপায় একুশে টেলিভিশন অনলাইনে দেওয়া হলো-
প্রথমে লিপস্টিকের ভাঙা অংশের নিচে ম্যাচ কিংবা লাইটার দিয়ে গলিয়ে নিন। অথবা মোম দিয়েও গলাতে পারেন। মোম দিয়ে কাজটি সহজ হবে। তবে সাবধান আগুনে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে নষ্ট হয়ে যাবে।
এখন গলানো অংশটি মূল লিপস্টিক অংশের ওপর লাগিয়ে চেপে ধরে কিছুক্ষণ থাকুন। পরে টুথপিক কিংবা কোন কাঠি দিয়ে জোড়া লাগানো অংশটি সমান করে নিন। তবে সাবধানে কাজটি করতে হবে। কেননা পুনরায় ভেঙে যেতে পারে।
সবশেষে লিপস্টিক পুরোপুরি লাগানোর জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ব্যচ ভাঙা লিপস্টিক ঠিক হয়ে গেল।
সূত্র : রূপচর্চা।
/কেএনইউ/ এসএইচ