অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি
প্রকাশিত : ১১:০০, ১ ফেব্রুয়ারি ২০১৮
মুখের দুর্গন্ধ ও এর ভিতরের সংক্রামণ দূর করতে সাধারণত মাউথওয়াশ ব্যবহার করা হয়। তবে মাউথওয়াশ ব্যবহারে কিছু ঝুঁকির কথা সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন।
তারা দাবি করেছেন, মাউথওয়াশ দারুণ কার্যকরী হলেও এটি পক্ষান্তরে বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের মত ভয়ংকর রোগ। তারা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখেছেন, মুখের ভিতরে থাকা ক্ষতিকর ব্যকটেরিয়া যেমন মেরে ফেলে তেমনি কিছু উপকারি ব্যকটেরিয়াগুলোকেও মেরে ফেলে।
গবেষকরা আরও জানিয়েছেন, অতিরিক্ত মাউথওয়াশ ব্যবহারে বাড়তে পারে মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি৷ যারা দিনে অনন্ত তিন বা তার বেশি সংখ্যক বার মাউথওয়াশ ব্যবহার করেন তাদের ক্ষেত্রেই ওই ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেক বেশি৷
গবেষণায় দেখা গেছে, মুখের খারাপ স্বাস্থ্য ও নিয়মিত ডেন্টাল চেকআপ বাড়ানোর ফলেও মুখ ও গলায় ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়৷
জার্মানির বেরমেন ইন্সটিটিউট ফর প্রিভেনশন রিসার্চ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের অধ্যাপক উল্ফগ্যাঙ্গ অ্যাহরেন্স জানিয়েছেন, মাউথওয়াশের অতিরিক্ত ব্যবহারের ফলেই মূলত এই ধরনের ক্যান্সারে কোষের বৃদ্ধি হতে দেখা যায়। তবে এর জন্য আরও বিস্তর গবেষণার প্রয়োজন৷
এছাড়াও গবেষণায় দেখা যায়, মাইথওয়াশ মদ জাতীয় দ্রব্যের থেকেও বেশি ক্ষতিকর৷ মদ সেবনের তুলনায় মাইথওয়াশ ব্যবহারে ওরাল ক্যান্সারের সম্ভাবনা ২৬ শতাংশ বৃদ্ধি পায়৷
তথ্যসূত্র : কলকাতা ২৪।
/কেএনইউ/এসএইচ