ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মজাদার চিড়ার পোলাওয়ের রেসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১০:২৬, ২২ মার্চ ২০১৮

চিড়া প্রচলিত একটি খাবার। পেটের ক্ষুধা মিটাতে চিড়ার গুরুত্ব অপরিসীম। বর্তমানে চিড়ার গুরুত্ব না থাকলেও আগের দিনের কৃষকরা ক্ষুধা মিটাতে বেশিরভাগ চিড়া ও গুড় খেত। এই চিড়া দিয়েই অনেক মজার মজার রেসিপি তৈরি করে খাওয়া যায়। এতে স্বাস্থ্যের জন্যও বেশ উপকার।

আজ আমরা চিড়ার নতুন রেসিপি জানবো। সেটি হলো চিড়ার তৈরি পোলাও। আমরা সাধারণত চালের পোলাও খেয়ে থাকি। কিন্তু কখনও চিড়ার পোলাওয়ের কথা শোনা হয়নি। বিকেলে নাস্তা হিসেবে এটি খুব মজার খাবার। খুব সহজেই বাড়িতে বসেই রান্না করা সম্ভব। এর রেসিপি একুশে টিভি অনলাইনে দেওয়া হলো-

উপকরণ-

১) আধা কেজি চিড়া।

২) দুইটা ডিম।

৩) পিঁয়াজ কুচি।

৪) কাঁচা মরিচ।

৫) এক পোয়া দুধ।

৬) হলুদ গুঁড়া।

৭) চিনি (যদি হালকা মিষ্টি দিতে চান)।

৮) লবণ পরিমাণ মতো।

৯) টমেটো কুচি।

১০) তেল।

প্রণালি-

প্রথমে চিড়াগুলো পানিতে ভালোভাবে ধুয়ে ঝুরিতে রেখে দিন। এরপর কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ কুচি ও মরিচ কুচি ভেজে নিন। হালকা ভাজা হয়ে গেলে ডিম ভেঙ্গে ‍দিয়ে একসঙ্গে আবার একটু ভাজুন। লবণ পরিমাণ মতো ও হলুদ দিন। চিড়ার পোলাওয়ে যদি আপনি হালকা মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিতে পারেন। এখন টমেটোর টুকরোগুলো দিয়ে দিন। একটু নেড়ে ঝুড়িতে রাখা চিড়া ঢেলে দিন। এরপর ভাজতে থাকুন। এখন দুধ দিয়ে ঢেকে দিন, এতে সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করা যাবে না। হালকা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন।

ব্যচ খুব কম খরচে হয়ে গেল মজাদার চিড়ার পোলাও। এখন পরিবেশন পাত্রে ঢেলে আপ্যায়ন করুন।

তথ্যসূত্র : রান্নাবান্না।

কেএনইউ/এসএইচ/        


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি