ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হাতের দুটি রেখা থেকেই বোঝা যাবে সম্পর্ক কেমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ৮ এপ্রিল ২০১৮

প্রাচীনকাল থেকেই জ্যোতিষিরা হাত দেখে ভাগ্য গণনা করে আসছেন। তাদের মতে, হাতের রেখাতেই রয়েছে ভবিষ্যৎ। বিষয়টি অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না। তবে এটা ঠিক যে হাতের রেখা থেকেই একটি মানুষ সর্ম্পকে অনেক অজানা তথ্য বলে দেওয়া সম্ভব৷

হাতের রেখা গুলি দেখতে প্রায় একই রকম হলেও প্রত্যেকটি রেখা একে অপরের থেকে আলাদা এবং প্রত্যেকটি রেখার আলাদা তাৎপর্য রয়েছে৷ আর, এই রেখার মধ্যেই থাকে হার্ট-লাইন৷ যা আপনার প্রেম এবং সর্ম্পকের কথা সহজেই বলে দিবে৷

আপনার পার্টনারের হাতে যদি রেখাটি একই লাইন বরাবর থাকে তাহলে আপনি ভাগ্যবান৷ এ ধরনের ব্যাক্তিরা সিরিয়াস এবং কনস্টান্ট রিলেশনসিপ পছন্দ করেন৷ এছাড়া, বিচারবুদ্ধি সম্পন্ন হন৷ কোন বিষয়কে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে পছন্দ করেন৷ মানুষ হিসেবে এরা সেনসেবেল হন এবং অন্যের মতামতকে গুরুত্ব দিতে পছন্দ করেন৷

বাঁ হাতের নীচের দিকে রেখাটি থাকলে- এই ধরনের মানুষেরা নিজের থেকে বয়সে বড় এবং জ্ঞানী পার্টনার এরা পছন্দ করেন৷ প্রেমের দিক থেকে এরা হন বেশ দক্ষ ও রোমান্টিক ধরনের৷ সমাজের বাধা ধরা নিয়মকে এনারা তোয়াক্কা করেন না৷ বেশিরভাগ সময় নিজের সিক্সথ সেনসকে কাজে লাগান এবং ভরসা করেন৷

বাঁ হাতের উপরের দিকে রেখাটি থাকলে- সিরিয়াস রিলেশনসিপ খুব একটা পছন্দ করেন না৷ প্রেমকে জীবনের ভাল থাকার একমাত্র কারণ বলেও মনে করেন না৷ নিজের থেকে বয়সে ছোট বা অন্য ধর্মের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন৷ নিজেকে নিয়ে জীবনের প্রতি পদক্ষেপেই আত্মবিশ্বাসী হন৷ এই গুণের জন্যই এরা জীবনের যে কোন পরিস্থিতিকে খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর।

কেএনইউ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি