প্রিয়জনের জন্মদিনে চমকে দেওয়ার মতো কিছু উপহার
প্রকাশিত : ১৯:০৬, ১৬ এপ্রিল ২০১৮
প্রিয়জনের জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার অনুভূতিটাই যেন ভিন্ন। আর যাকে চমকে দিতে চান সে যদি সত্যিই চমকে যায় তাহলে আপনার সারপ্রাইজটা নিশ্চই সার্থক।
যে উপায়গুলোতে চমকে দিতে পারেন-
১) না জানিয়ে জন্মদিনের পার্টির আয়োজন
আপনি আপনার প্রিয় মানুষটিকে না জানিয়ে তার জন্মদিনের আয়োজন করতে পারেন। আপনার পার্টনার ভালোবাসার মানুষগুলোকে একসঙ্গে পেয়ে খুব আনন্দিত হবে এবং আশ্চর্য হয়ে যাবে।
২) মজার মজার ক্যাপশন দিয়ে তাকে চমকে দিন
আপনি যখনই ছবি তুলতে যান সবসময় যে পারফেক্ট ছবি আসে ব্যাপারটা কিন্তু তা নয়। আপনাদের সেই এলোমেলো বা পচা ছবিগুলো প্রিন্ট করে তার পেছনে সুন্দর বা মজার মজার ক্যাপশন দিয়ে তাকে চমকে দিন।
৩) তার পছন্দের জায়গায় কেক কাটার আয়োজন করুন
আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার জন্মদিনে তাকে নিয়ে পছন্দের কোনো জায়গায় কেক কাটার আয়জন করুন। সেই জায়গাটি রোমান্টিকভাবে সাজিয়ে তুলুন। এক্ষেত্রে আপনি মোম, কার্ড, ফুল ইত্যাদির ব্যবস্থা করতে পারেন।
৪) ভিডিও তৈরি করুন তাকে শুভেচ্ছা জানান
ছবি তোলার পাশাপাশি কতই না ভিডিও করা হয়। প্রেমিকের বন্ধুদের সঙ্গে নিয়ে অতীতের কিছু ভিডিও তৈরি করে ফেলুন একটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা ভিডিও। তারপর তাকে সকালে ঘুম ভাঙার পর চমকে দিন। দেখবেন আপনার এই কষ্ট করে সময় নিয়ে তার জন্য তৈরি করা ভিডিও দেখে সে অবাক হয়ে যাবে।
কেএনইউ/ এআর