ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

যে রাশির পুরুষের প্রতি মেয়েরা দুর্বল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৫৯, ২১ এপ্রিল ২০১৮

আমরা প্রত্যেকেই চাই এমন একজন সঙ্গী, যে বন্ধুর মতো সব সময় আমার পাশে দাঁড়াবে। নারী হোক বা পুরুষ, এমন কেউ কেউ থাকেন যার মধ্যে এমন কিছু থাকে যা আমাদের আকর্ষণ করবেই। চারিত্রিক বৈশিষ্ট্য, পছন্দ-অপছন্দ, ব্যক্তিত্বের ধরণ সবকিছুই জন্মরাশির সঙ্গে সম্পর্কযুক্ত। বিশেষ করে সঠিক জীবনসঙ্গী খুঁজে নিতে নির্ভর করতেই হয় রাশিফলের ওপর।

তবে একজন মানুষ ঠিক কী দেখে অন্য একজনের প্রতি আকর্ষিত হয় তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। তারপরেও জ্যোতিষশাস্ত্র বলছে, অন্যকে আকর্ষণ করতে পারার ক্ষমতা জন্মরাশির মধ্যেই নিহিত। আজ আলোচনা করব এমন তিনটি রাশি নিয়ে, যে সব রাশির পুরুষদের প্রতি মহিলারা সবচেয়ে বেশি আকর্ষিত হন।

মিথুন

আপনি যদি মিথুন রাশির জাতক হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান। কারণ নারীদের আকর্ষণ করার ক্ষমতা আপনার সহজাত। মিথুন রাশির পুরুষরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হন। আর এ কারণেই মেয়েরা সহজেই এদের প্রেমে পড়ে যান। এরা খুব ভালোভাবেই জানে কীভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে হয়। তাই মেয়েরা সহজেই এদের বিশ্বাসও করে ফেলেন।

সিংহ

সিংহ রাশির পুরুষরা খুব ভালো মনের মানুষ হন। এদের রোমান্টিক প্রকৃতি সহজেই মেয়েদের আকর্ষণ করে। মেয়েদের সঙ্গে এরা সহজেই বন্ধুত্ব করতে পারেন। আর ছেলেদের এই সব গুণের প্রতি সহজেই আকৃষ্ট হন মেয়েরা।

তুলা

তুলা রাশির পুরুষরা সবার চেয়ে নাকি আলাদা হয়ে থাকেন। তাদের স্টাইল অন্যদের চেয়ে একেবারে আলাদা। আর এই অন্যরকম স্টাইলের প্রতিই সহজে আকৃষ্ট হন মেয়েরা। নানা রকম চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার থাকে এদের মধ্যে। ভালোবাসা ও কর্তব্যের মধ্যে ব্যালান্স রাখতে পারেন এরা। তাই এদের সঙ্গে কিছু সময় কাটালেই এদের প্রতি মেয়েদের আলাদা একটা আকর্ষণ তৈরি হয়ে যায়।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি