ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বয়স্কদের জৈবিক চাহিদা বেশি!    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২৪ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০৬, ২৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বয়স বেড়েছে বলেই কি তাদের সাধ, আহ্লাদ থাকবে না? কিন্তু গবেষণা বলছে, বয়স বাড়লেও তাদের সেই সাধ্যের মধ্যে যৌনতার প্রতি ঝোঁক একটু বেশিই থাকে। তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকেই শেষ বয়েসে এসে নিজেদের যৌনতার চাহিদা পূরণ করতে পারেন না।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক জো হাইড ও তার সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সী ২৭০০ পুরুষের উপর সম্প্রতি এ গবেষণাটি করেন৷ এতে দেখানো হয়েছে, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বেশ আগ্রহী৷ তবে সুযোগের অভাবেই নিজের মনোবাসনা চরিতার্থ করতে অক্ষম অনেকে৷

গবেষক দল, বয়স্কদের স্বাস্থ্য, সম্পর্ক ও যৌনকর্ম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন৷ গবেষণার অন্তর্গত ৯০ থেকে ৯৫ বয়সি বৃদ্ধরা শারীরিক ভাবে সক্ষম না হলেও যৌনকর্মকে গুরুত্ব দিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, বয়স্কদের যৌনতার বিশেষ ভূমিকা রাখছে টেস্টোস্টেরন হরমোন৷ এই হরমোন আরো কাজের সঙ্গে শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে৷

বিশেষ হরমোন পরিবর্তনের ফলে বয়স্কদের জীবনে পরিবর্তন আনা যেতে পারে৷  তবে গবেষণার অন্তর্গত শারীরিক সক্ষম বয়স্কদের ৮০ শতাংশ জানিয়েছেন তারা নিয়মিত যৌনক্রিয়া করতে চাইলেও সুযোগের অভাবে তা হয়ে ওঠে না৷

ইন্টারন্যাশনাল মেডিসিনের বার্ষিক সংস্করণে গবেষক ‘জো’ এর এই গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

গবেষণায় দেখানো হয়েছে, অনেক পুরুষই শেষ বয়সে এসে যৌনতার প্রতি বিশেষ ভাবে আকর্ষিত হন৷ কিন্তু উপযুক্ত সঙ্গীর অভাব ও বাড়তি বয়সের ফলে তারা সেটি করতে পারেন না৷  অবশ্য সবাই যে, এ ধরনের  চিন্তা করেন সেটি কিন্তু নয়৷ ৭৫ থেকে ৯৫ বয়সি বৃদ্ধদের একাশং মনে করেন শেষ বয়সে যৌনকর্ম একেবারেই নয়৷ সূত্র: কলকাতা২৪

আর/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি