ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেয়েরা লাজুক পুরুষ পছন্দ করে ৬ কারণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২৯ এপ্রিল ২০১৮

এমন অনেক পুরুষ আছেন, যারা নারীর সামনে একটু লাজুকই বনে যান৷ কিন্তু তাই বলে ভাববেন না লাজুক বলে তিনি বোকা৷ কারণ এই লাজুক পুরুষরাই কিন্তু নারীদের ক্ষেত্রে আদর্শ৷ নারীর পছন্দের তালিকায় লাজুক পুরুষের স্থানই সবার আগে৷ কেনো জানেন?

আড্ডায় দাদাগিরি নয়

সাধারণত মেয়েদের তুলনায় ছেলেরা কম কথা বলেন। ফলে ডেটে গিয়েও সে অভ্যাস বজায় থাকে। আর লাজুক ছেলেরা এক্ষেত্রে মেয়েদের পুরো সুযোগ দেয়। যার ফলে কথার মাঝখানে কোনও বিরতি থাকবে না।

খাঁটি মানুষ

লাজুক ছেলেরা মেয়ে পার্টনারকে ইমপ্রেস করার জন্য বানিয়ে বানিয়ে কোনও কথা বলে না। এমনকি নিজের সম্বন্ধে মিথ্যে বলার প্রবণতাও তাদের কম।

ভালো শ্রোতা

কম কথার পুরুষ সবসময়ই ভাল শ্রোতা। আপনার সব কথা তিনি মন দিয়ে শুনবেন ও প্রয়োজনে পরামর্শ দেবেন।

চিটিং

এই ধরনের ছেলেদের ওপর মেয়েরা অনেক বেশি ভরসা করতে পারেন। কারণ বিশ্বাসঘাতকতা করবেন না লাজুক পুরুষ।

কম কথায় কাজ হাসিল

যেহেতু ছেলেরা কম কথার মানুষ তাই তিনি যেটুকু বলবেন তারই বিশেষ ‘মানে’ থাকবে। আর সম্পর্কের বিষয়েও তিনি আন্তরিক অকপট হবেন এটা বলা বাহুল্য।

ভয় পেয়ো না

লাজুক পুরুষের আন্তরিক ব্যবহারেই আপনি তাকে কখনও ভয় পাবেন না। বরং তার বন্ধুত্বপূর্ণ আহ্বানই আপনাকে তার আরও কাছের করে তুলবে।

একে//টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি