ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চায়ের ৭ উপকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২০, ৫ মে ২০১৮

এক কাপ ধূমায়িত চা যে কেবল আমাদের চাঙাই করে তা কিন্তু নয়, চায়ের রয়েছে ব্যতিক্রমী আরও কিছু গুণ৷ জেনে নিন, হয়ত কাজে লেগে যেতেও পারে৷

গাছের সার

চা তৈরি হয়ে গেলে পাতা বা ‘টি ব্যাগ’ ফেলে দেবেন না কিন্তু! ব্যবহার করা চায়ের পাতা গাছের গোড়ায় মাটির সঙ্গে মিশিয়ে দিন। দেখবেন সেই গাছের আর অন্য কোনও সারের প্রয়োজন হবে না৷ আর চায়ের তিন-চারটি ভেজা ব্যাগ যদি গাছের গোড়ায় রেখে দেন। তাহলে তা যে শুধু সারের প্রয়োজন মেটাবে তা নয়, গাছে পানিও দিতে হবে কম৷

কাপড় রং করতে চা পাতা

সাদা রঙের সুতি, সিল্ক বা উলের কাপড়ে রং করতে চান? তাহলে প্রথমেই চা পছন্দ করে নিন৷ কালো চা হবে বাদামি রং আর লাল জবা ফুলের চায়ে কাপড়ে আসবে লালচে ভাব৷ পছন্দের গরম চায়ে ১৫ মিনিট ধরে কাপড় ভিজিয়ে রাখুন, দেখবেন কী সুন্দর রং বদলে গেছে৷ এই রং কিন্তু উঠবে না বা অন্য কালারও হবে না৷ মনে রাখতে হবে, ১০০ গ্রাম কাপড়ের জন্য ২৫ গ্রাম চায়ের পাতা লাগবে৷

জুতোর দুর্গন্ধ দূর করে

চা খাওয়ার পর চায়ের ব্যাগ শুকিয়ে নিয়ে জুতোর ভেতরে রেখে দিন৷ চা জুতোর দুর্গন্ধ শুষে নেবে৷ আর যদি পুদিনা পাতার চা হয়, তাহলে তো কথাই নেই! পুদিনার মিষ্টি গন্ধ বের হবে আপনার জুতো থেকে৷

চা পাতায় কার্পেট ঝকঝক

কার্পেটের ওপর কয়েক চামচ গুড়ো চা ছড়িয়ে দিন, এবার কার্পেটটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে ফেলুন৷ দেখবেন, কার্পেটটি শুধু পরিষ্করই লাগছে না, কেমন মিষ্টি গন্ধও ছড়াছে৷

গ্লাস পরিষ্কার করে চা

ব্যবহার করা চায়ের পাতা একটি কাপড়ে রেখে একটি পুটলি করে নিন৷ এবার এই পুটলিটি গ্লাস বা আয়নার বা ঘরের কাঁচের জানালার ওপর আস্তে আস্তে ভালো করে ঘষে দিন৷ দেখবেন কী সুন্দর ঝকঝক করছে আপনার বাড়ির জানালা বা গ্লাস৷ তাছাড়া চামড়ার আসবাবপত্রও ঝকঝক করবে যদি আপনি ভেজা টি-ব্যাগ আস্তে আস্তে ঘষে দেন৷

সৌন্দর্যচর্চায় চা

কালো, সবুজ কিংবা ভেষজ চা– যা-ই হোক না কেনও, সব চা পাতায়ই রয়েছে রূপচর্চার নানা গুরুত্বপূর্ণ উপাদান৷ যেমন পুদিনা পাতা তৈলাক্ত ত্বক ও ব্রণের জন্য খুব উপকারী৷ এ কথা জানা যায় অ্যামেরিকান ডার্মাটোলজি অ্যাকাডেমির করা এক সমীক্ষায়৷ দিনে মাত্র দু’কাপ পুদিনা পাতার চা পান করাই নাকি ব্রণমুক্ত হওয়ার জন্য যথেষ্ট৷

অ্যান্টিঅক্সিডেন্ট

বাইরের ধুলো-বালি, সূর্যের কিরণ কিংবা সিগারেটের ধোঁয়া ইত্যাদিতে ত্বক বুড়িয়ে যায়৷ এক্ষেত্রে ত্বক সুরক্ষায় গ্রিন টি বা সবুজ চা খুবই উপকারী৷ বিছানায় যাওয়ার আগে মুখ ভালো করে ধুয়ে নিন৷ এবার সবুজ চায়ের মাস্ক লাগিয়ে নিন৷ এতে ত্বকে সতেজ ভাব ফিরে আসবে৷

সূত্র: ডয়চে ভেলে

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি