ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ব্রেকআপের পর মেয়েদের ৮ করণীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৫ মে ২০১৮

ভালোবাসার সম্পর্ক অনেক সময় টেকে না বিভিন্ন কারণে। আর সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কষ্ট একেক জনের ক্ষেত্রে একেক রকম। কারণ ছেলেদের আর মেয়েদের অনুভূতির মধ্যে পার্থক্য অনেক। এর ফলে ব্রেকআপের পর দুজনের কষ্ট পাওয়ার ধরণও আলাদা। তবে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর মেয়েরা কিছু অদ্ভুত কাজ করে। চলুন জেনে নিই প্রেমের বিচ্ছেদের পর মেয়েরা সাধারণত কি কি কাজ করে-

নেটওয়ার্ক থেকেই মুছে ফেলুন

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর মেয়েরা সামাজিক মাধ্যমে সাবেক প্রেমিককে খুঁজে বেড়ায়। প্রেমিকের ছবি দেখা, তার প্রতি মুহূর্তের খবর জানার জন্য দিনে একবার হলেও সামাজিক মাধ্যমে মেয়েরা ঢু মারে। তবে তখন সে খুবই কষ্ট পায়, যখন দেখে তার প্রেমিক নতুন প্রেমিকার ছবি পোস্ট করে। তাই কষ্ট না বাড়াতে সাবেক প্রেমিককে নিজের নেটওয়ার্ক থেকেই মুছে ফেলুন।

সাবেক প্রেমিককে এড়িয়ে চলুন

ব্রেকআপের পর অনেক মেয়েরা চায়, সাবেক প্রেমিক তার বন্ধু হয়ে থাকুক। কিন্তু এটি মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। কারণ বিচ্ছেদের পর এভাবে জোর করে একটা সম্পর্ককে চিরকাল বাঁচিয়ে রাখা যায় না। তাই আপনার সাবেক প্রেমিককে এড়িয়ে চলুন।

প্রেমের সময়কার ছবি ও ম্যাসেজ মুছে ফেলুন

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর মেয়েরা তাদের প্রেমের সময়কার ছবি ও ফোনে রাখা পুরনো ম্যাসেজ বারবার দেখে। কিন্তু কি লাভ এসব করে? পুরনো স্মৃতি শুধুই আপনার কষ্ট বাড়াবে। তাই এসব জিনিস আকড়ে ধরে রাখবেন না।

বুঝেশুনে নতুন সম্পর্কে জড়ান

অনেক মেয়েই ব্রেকআপের পর খুবই তাড়াতাড়ি নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু একবার বিচ্ছেদের পর বুঝেশুনেই নতুন সম্পর্কে জড়ানো উচিত।

সাবেক প্রেমিকের বদনাম করা থেকে বিরত থাকুন

কিছু কিছু মেয়ে সবার কাছে তাদের সাবেক প্রেমিকের বদনাম করে বেড়ায়। কিন্তু এর ফলে একটা সময় দুজন দুজনের শত্রুতে পরিণত হয়। তাই বিচ্ছেদের পর অযথা প্রেমিকের বদনাম করে সময় নষ্ট করবেন না।

অন্যের মাঝে সাবেক প্রেমিককে খুঁজবেন না

বিচ্ছেদের পর অনেকে যখন নতুন কাউকে খোঁজে তখন তার মাঝে সাবেক প্রেমিকের গুণাগুণ খুঁজে বেড়ায়। কিন্তু মনে রাখবেন, অন্যের মাঝে নিজের সাবেক প্রেমিককে খুঁজে বেড়ানোর মতো বোকামি আর কিছুই হতে পারে না।

সবার কাছে এই অনুভূতি প্রকাশ না করা

বেশিরভাগ মেয়েরাই ব্রেকআপের পর সামাজিক মাধ্যমে বারবার নিজের কষ্টের কথা পোস্ট করেন। এক্ষেত্রে তিনি ভুলেই যান, এ ধরনের কাজ করে তিনি অন্যের কাছে হাসির পাত্র হচ্ছেন। তাই সবার কাছে এই অনুভূতি প্রকাশ না করাই ভালো।

নিজের ওপর ভরসা হারাবেন না

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর মেয়েরা নিজের ওপর ভরসা হারিয়ে ফেলে। অতিরিক্ত রাগ, কথায় কথায় বিরক্ত হওয়ার মতো কাজগুলো সে করতে আরম্ভ করে। কিন্তু এমনটা করলে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি