ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সঙ্গী প্রতারণা করছে কি-না, বুঝবেন যে ৫ উপায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ৬ মে ২০১৮ | আপডেট: ১৪:১৪, ৮ মে ২০১৮

প্রতারণা একটি সুন্দর সম্পর্কের ইতি টানে। তাই প্রতারণার শিকার হওয়ার আগেই জেনে নিন প্রতারণার লক্ষণগুলো। আর এর ফলে সহজেই বুঝে নিতে পারবেন আপনার সঙ্গী প্রতারণা করছে কি-না

সঙ্গী অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে গেছে

আপনার সঙ্গী যদি সবসময় সুযোগ খুঁজে আপনার কাছ থেকে, পরিবার থেকে দূরে থাকার। সে যদি সব সময়ই হতাশ থাকে এবং অকারণে ঝগড়া করে। এ ধরনের আচরণ সব সময় করলে বুঝে নিবেন আপনার সঙ্গী নির্ঘাত আপনার সঙ্গে প্রতারণা করছে।

সঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব

আজকাল আপনার সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে? আপনাকে নিয়ে তার কোনও ভবিষ্যৎ পরিকল্পনাও নেই? বাসায় বসে আপনার সঙ্গে সময় কাটানোর থেকে সে বই পড়া এবং টিভি দেখায় বেশি মনোযোগী? এই দূরত্বই বলে দেয় আপনার সঙ্গী অন্য কারোর কাছাকাছি বেশি থাকতে চায়।

ফোনের ব্যাপারে অদ্ভুতভাবে সচেতন

আপনার সঙ্গী কি ফোন এলে বাথরুমে গিয়ে কথা বলে? ফোনে কোনও এসএমএস এলে সে রুমের বাইরে গিয়ে পড়ে? যদি তাই হয়, তবে এ ধরনের আচরণগুলো কখনোই হালকাভাবে নিবেন না। কারণ সঙ্গী যে আপনার সঙ্গে প্রতারণা করছে এটাই তার প্রমাণ।

নিজের চেহারার বিষয়ে বেশ সচেতন

আপনার সঙ্গী যখন বাইরে যায় নিজের চেহারা বা পোশাক নিয়ে কি আগের চেয়ে সচেতন? তাহলে ধরে নিবেন সে অন্য কারও সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়ছে।

শারীরিক সম্পর্কে অনীহা

আপনার সঙ্গী কি প্রায়ই বাসায় আসতে দেরি করে? বাসায় ফিরে সবসময়ই সে কি ক্লান্ত থাকে? শারীরিক সম্পর্কে আগের মতো আগ্রহ নেই? তাহলে ধরেই নিতে পারেন, আপনি প্রতারণার শিকার হচ্ছেন।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি