সম্পর্ককে জমিয়ে তুলুন ৫ উপায়ে
প্রকাশিত : ০৮:৫৩, ৭ মে ২০১৮ | আপডেট: ১৪:১১, ৮ মে ২০১৮
সম্পর্ক টিকিয়ে রাখতে এবং ভালো রাখতে হলে যত্ন অবশ্যই নিতে হবে। মনে রাখবেন, ছোট ছোট কিছু বিষয় সম্পর্কে প্রাণ ধরে রাখে। তাহলে চলুন জেনে নিই সম্পর্ককে টিকিয়ে রাখারগুলো
কাজের ফাঁকে খোঁজ-খবর নেওয়া
দৈনন্দিন জীবনে ব্যস্ততার জন্য তো আর সবকিছু ভুলে থাকলে চলবে না। তাই কাজের মাঝে খানিকটা সময় রেখে দিন প্রিয়জনের জন্য। আর সময়-অসময়ে খোঁজ-খবর নিন সঙ্গীর। এর ফলে সম্পর্কে নতুন করে টান অনুভব করবেন।
ধারে কাছে ঘুরতে যাওয়া
সুযোগ পেলেই কাছাকাছি কোনও জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এতে পারস্পরিক সম্পর্ক আরও গাঢ় হবে।
উপহার দেওয়া
সাধারণ ছোট ছোট উপহারও সঙ্গীকে আনন্দ দেয়। না জানিয়ে উপহার দেওয়ার আনন্দ অন্যরকম। এটি সম্পর্ককে আরও জীবন্ত করে।
একসঙ্গে খেতে যাওয়া
মাঝে মাঝে ঘরের খাবার ফেলে দুজনে নতুন খাবারের স্বাদ নিতে যেতে পারেন। এতে অনেকটা সময় একসঙ্গে কাটানো হবে।
বিশেষ দিনগুলো মনে রাখা
পুরনো দিনগুলোকে নিজেদের মতো করে আরও বেশি আনন্দমুখর করে তুলুন। প্রথম দেখা, প্রথম কথা, প্রথম চিঠি, প্রথম টেক্সট ম্যাসেজ- এই রকম অনেক প্রথম কিছু নিয়েই পরিপূর্ণতা পায় সম্পর্কগুলো।
একে// এসএইচ/