বিয়ে না করতে চাইলে কর!
প্রকাশিত : ১৫:০৬, ৭ মে ২০১৮
মঙ্গোলিয়াতে এক সময় ১৮ বছর বয়সে বিয়ে করা বাধ্যতামূলক ছিল। না করলে এর জন্য অতিরিক্ত ট্যাক্স দিতে হতো। এই মঙ্গোলিয়া থেকেই কুখ্যাত তাতার গোষ্ঠীর উৎপত্তি। ইতিহাসের কুখ্যাত চেঙ্গিস খান ছিল তাতারদের রাজা।
পরাক্রমশালী মঙ্গোলিয়ানরা সময়ের প্রেক্ষিতে দুর্বল হয়ে গেলেও জাতিগত চেতনা তাদের এখনো প্রকট। এই কারণে তারা বাইরের গোষ্ঠীতে বিয়ে করে না।
এই গোঁড়ামির কারণে মঙ্গোলীয়দের সংখ্যা দিনে দিনে কমছে। এই অবস্থান থেকে বের হয়ে আসতে তারা ১৮ বছর বয়সেই বিয়েকে উৎসাহিত করেছে। এই জন্য তাদের রয়েছে নানা রকম প্রোন্যাটালিস্ট পলিসি। এমনকি যেসব মায়ের চারটি সন্তান হয়, তাদের জন্য রয়েছে অর্ডার অভ ম্যাটারনাল গ্লোরি নামক মেডেল।
সন্তান ধারণের সক্ষমতার হিসাব করা হয় সাধারণত টিএফআর (Total fertility rate) দিয়ে।
যদি কোন দেশের টিএফআর ২.১ হয়, অর্থাৎ প্রত্যেক সক্ষম নারী গড়ে ২ দশমিক ১ করে বাচ্চা নেয়, তাহলে সেদেশের জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল থাকে। অর্থাৎ জনসংখ্যা বাড়েও না, কমেও না।
এর অর্থ হলো, কোন দেশে সন্তানদানে সক্ষম (১৫ থেকে ৪৯ বছর) নারীর মোট সংখ্যা যদি এক হাজার হয়, তবে তাদের বাচ্চার সংখ্যা হতে হবে দুই হাজার ১০০ জন এবং গড়ে ২ দশমিক ১।
২ দশমিক ১ এর বেশি হলে জনসংখ্যা বাড়ে, আর ২ দশমিক ১ এর কম হলে জনসংখ্যা কমতে থাকে।
জাপানের টিএফআর ১ দশমিক ৪। এর ফলে একদিকে জাপানে জনসংখ্যা যেমন কমছে, তেমনি গড় আয়ু বাড়ার কারণে সেখানে বৃদ্ধদের সংখ্যাও বাড়ছে।
এভাবে চলতে থাকলে একসময় জাপানে বেশিরভাগ জনগণই হবে বৃদ্ধ। এসব অক্ষম লোক তখন জাপানের উন্নয়নের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, তাদের অর্থনীতি ধসে পড়বে। ২০৫০ সাল নাগাদ বিশ্বে বৃদ্ধদের সংখ্যা বর্তমানের চেয়ে তিনগুণ বেশি হবে।
শুধু জাপানেই নয়, রাশিয়াতেও একই অবস্থা। এমনকি রাশিয়াতে বাচ্চা নিলে বাড়ি পর্যন্ত দেওয়া হয়। ইউরোপ, আমেরিকার অবস্থাও একই। ইউরোপে টিএফআর ১ দশমিক ৫, কানাডায় ১ দশমিক ৬, আমেরিকা ১ দশমিক ৮।
কানাডার যে অবস্থা, তাতে প্রতি বছর গড়ে প্রায় পাঁচ লাখ করে লোক কমছে নিম্ন জন্মহারের কারণে। এই ঘাটতি মেটানোর একমাত্র উপায় অভিবাসী নেওয়া। এই কারণে প্রতি বছর কানাডা অভিবাসী নিচ্ছে জনসংখ্যা বাড়ানোর জন্য।
এমনকি বাচ্চা হলে আলাদা করে তার জন্য মাসিক ভাতাও প্রদান করছে।
তবে এক গবেষণায় দেখা গেছে, যে উদ্দেশ্যে অভিবাসী নেওয়া, সে উদ্দেশ্য পূরণ হচ্ছে না। অভিবাসীরা সেখানে গিয়ে বেশি সংখ্যক বাচ্চা না নিয়ে আরও কম বাচ্চা নিচ্ছে।
তাই অনেক দেশে জনসংখ্যা বাড়ানোর বিয়ে করতে উৎসাহিত করা হয়। এরেআর বিয়ে না করলে সেখানে কর আরোপ করা হয়।