ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনানীতে চালু হলো বাংলার মিষ্টি’র দ্বিতীয় শাখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে চালু হয়েছে বাংলার মিষ্টি’র দ্বিতীয় শাখা। রাজধানীর বনানীতে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার বিক্রয়কারী প্রতিষ্ঠান বাংলার মিষ্টির এই শাখাটি।  

অনুষ্ঠানে বাংলার মিষ্টির পক্ষ থেকে বলা হয়, যশোরের জামতলার রসগোল্লা ও চমচম, খুলনার মিহিদানা লাড্ডু, রাজবাড়ীর চমচম, ফরিদপুরের মালাই সর, বরিশালের গটিয়া সন্দেশ ও আদি রসগোল্লা, দিনাজপুরের গুড় ক্ষীরমোহন, রংপুরের হাবসি হালুয়া, রাজশাহীর রসকদম, চাঁপাইনবাবগঞ্জের কালো তিল কদম, নাটোরের কাঁচাগোল্লা ও ক্ষীর তক্তি, পাবনার ইলিশপেটি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী, নেত্রকোনার বালিশ মিষ্টিসহ দেশের বিভিন্ন জেলার প্রসিদ্ধ সব মিষ্টি পাওয়া যাবে এই শাখায়।

এছাড়াও থাকবে লালমোহন, কাঁচাগোল্লা, কাঁচা ছানা, ছানার জিলাপি, ভোগ সাগর, সাদা চমচম, মালাই সর, সরের মালাই, মালাই চপ, শাহি ভোগসহ আরও অনেক কিছু।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে গুলশান-১ এ যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটির প্রথম শাখা। যাত্রা শুরু পর থেকেই ক্রেতা সাধারণ ও বিভিন্ন মহলের কাছে দ্রুত জনপ্রিয়  হয়ে এই ব্র্যান্ড।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি