পুরোনো প্রেমিকাকে ফিরে পাওয়ার ৪ উপায়
প্রকাশিত : ১৬:৪৬, ১৭ মে ২০১৮ | আপডেট: ২০:২৫, ১৭ মে ২০১৮
সম্পর্ক ভেঙে গেছে? বেশ কিছুদিন পর এখন ভুল বুঝতে পারছেন নিজের? আবার ফিরে পেতে চাইছেন পরনো প্রেমিকাকে? কিন্তু বুঝে উঠতে পারছেন না কী ভাবে বরফ গলাবেন? তাহলে জেনে নিন পুরনো প্রেমিকাকে ফিরিয়ে আনার উপায়-
ব্রেকআপের ঠিক পরেই
বিচ্ছেদের পরে বড়জোর কয়েক মাস কেটেছে, যে ক্ষত এখনো তাজা। এমতাবস্থায় প্রেমিকাকে এ কথা জানানো যাবে না যে আপনি বিরহকাতর। প্রথমে তাকে ভোলার চেষ্টা করুন। একদিন তার সঙ্গে দেখা করতে পারেন। লাঞ্চ অথবা কফি চলতে পারে। তবে দূরত্ব বজায় রাখুন। বিচ্ছেদের প্রসঙ্গ একেবারেই তুলবেন না। বেশ কয়েকবার দেখা-সাক্ষাতের পরে কোনও নাইট-আউটের নেমন্তন্ন করতে পারেন। যদি সেখানে চিড়ে ভেজে, তাহলে এগোতে পারেন।
যখন জানতে পারলেন, তার একটি বয়ফ্রেন্ড রয়েছে
উদাসীনতা একটা ভালো ওযুধ। জিম-টিম করে একটা আকর্ষণীয় চেহারা গড়ে তুলুন। এতেই দু-তিন মাস কেটে যাবে। এর মধ্যেই ফেসবুকে নিজের প্রোফাইলে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করুন, যা আপনি আগে ছিলেন না। সে যদি নজর করে, তাকে ১ নম্বর পরিস্থিতিতে নিয়ে আসুন।
বছর খানেক কেটে গেছে
আপনি জানেন না, বয়ফ্রেন্ড জোগাড় হয়েছে কি-না তার। তবে ওপরের দুই পরিস্থিতি মিলিয়ে একটা ট্রাই করে নিতে পারেন।
যখন সে আপনার দিকে ফিরেও তাকাচ্ছে না
এমন ক্ষেত্রেও মাথা ঠান্ডা রাখুন। তখন তাকে বোঝান, আপনি তার ইচ্ছেগুলোকে কতটা সম্মান করেন। তারপর কয়েক সপ্তাহ চুপ করে থাকুন। পরে আবার সরব হোন। দেখুন না কী হয়।
বিচ্ছেদের পরে পুনর্মিলন চাইলে ধৈর্য ধরতেই হবে আপনাকে। কারণ ধৈর্যই এই রোগের সেরা দাওয়াই।
একে// এআর