ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

দাম্পত্য জীবনে সুখী হতে ৪  করণীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৭ মে ২০১৮ | আপডেট: ২১:০৮, ১৭ মে ২০১৮

দাম্পত্য জীবনে সুখী হতে কে না চায়! তবুও নানা কারণে সুখের আশা ফিকে হয়ে যায়। সুখ পালায় জানালা দিয়ে। মনোবিজ্ঞানীরা বলছেন, দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আন্তরিকতা এবং পরস্পরকে বোঝা।  

যারা কিছুদিন আগে বিয়ে করেছেন বা শিগগিরই করবেন, তাদের জন্য রয়েছে কিছু টিপস।

ইতিবাচকতা  

জীবন থেকে নেতিবাচকতা ঝেড়ে ফেলে পুরোপুরি ‘হ্যাঁ’ বোধক মানুষ হয়ে যান। সবসময় আপনার জীবনসঙ্গিনীর মন জুগিয়ে চলার চেষ্টা করুন।

বদলে ফেলুন নিজেকে

ধূমপান, নাক ডেকে ঘুমানো, দেরিতে ঘুম থেকে ওঠা, খেতে বসে বাছাবাছি করা দূর করুন।

মন ভরে উপহার দিন 

প্রতিদিনই আপনার স্ত্রীকে কোনও না কোনও উপহার দেওয়ার চেষ্টা করুন। তবে সব সময় যে, দামি উপহার দিতে হবে এমন না। এ ক্ষেত্রে একটি গোলাপ কিংবা একটি ঘাসফুলও হয়ে ওঠতে পারে অনেক বড় উপহার। 

ভাবুন, সুখে আছি

মনে করুন, স্ত্রীর কারণে আপনার জীবনের নবোদয় হয়েছে। তাই সবসময় তাকে খুশি রাখুন।

এই সহজ দায়িত্বগুলো পালন করতে পারলে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখময়।  

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি