ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুখের সৌন্দর্য ধরে রাখতে বাড়িতেই করুন ফেশিয়াল স্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

বেশির ভাগ মানুষই সবচেয়ে বেশি সচেতন নিজের মুখ নিয়ে। মুখের সৌন্দর্য ধরে রাখতে পারলেই বয়স যেন থমকে যাবে আপনার কাছে! মুখের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত মুখের ত্বকের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। ভাবছেন, পার্লারে যাওয়ার সময় কোথায়! তাছাড়া পার্লারে ফেশিয়াল, স্পা-এর খরচও তো কিছু কম নয়।

তাহলে উপায়! উপায় আছে। মুখের সৌন্দর্য বজায় রাখতে বাড়িতেই করে নিতে পারেন ফেশিয়াল স্পা। তাহলে চলুন জেনে নিই ফেশিয়াল স্পা ঘরে করার সহজ ও কার্যকরী টিপস।

স্ক্রাবিংয়ের জন্য

লেবুর রসের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে পাঁচ মিনিট মুখে স্ক্রাব করুন। তারপর ভাল করে ধুয়ে ফেলুন।

মাস্কের জন্য

আধা কাপ কোকো পাউডার, ২ চামচ টক দই, ২ চামচ মধু এবং ৩ চামচ ওটমিল পাউডার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। সেটা মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। শুকিয়ে গেলে সামান্য উষ্ণ পানিতে মুখ ভাল করে ধুয়ে ফেলুন।

ময়েশ্চারাইজিংয়ের জন্য

মুখের ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ছোট এক টুকরো আপেল বেটে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। মিনিট পাঁচেক রেখে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

নিজের মুখের সৌন্দর্য অটুট রাখতে সপ্তাহে একদিন মাত্র ৩০ মিনিট সময় বের করুন। এই পদ্ধতিতে সপ্তাহে মাত্র ৩০ মিনিটেই উপকার পাবেন। খরচও সামান্যই। তাহলে আর পার্লারে যাবেন কেনও!

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি