ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েদের মনের তল খুঁজে পাওয়ার ১০ টিপস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ২৮ মে ২০১৮ | আপডেট: ১৪:৫৭, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভালবাসা ছাড়া পৃথিবী অচল। মনের তল পাওয়া কঠিন। কিন্তু তারপরেও মানুষ সব সময় চেষ্টা করে, ভালোবাসার মানুষটির মনের তল পেতে। আপনি কি আপনার ভালোবাসার মানুষটির জটিল মনের তল পেতে চান? মনের মানুষের কাছ থেকে ভালবাসা পাবেন কীভাবে জেনে নিন দশ টিপস- 

কিছু গোপন রাখবেন না

ভালোবাসার মানুষের কাছে কোনও কিছু গোপন রাখা যাবে না। তার কাছে সবসময়ে সৎ থাকার চেষ্টা করুন। 

দুর্বলতম স্থানে আঘাত নয়

প্রিয় মানুষটির দুর্বলতম স্থানে আঘাত করবেন না কখনও।

আত্মবিশ্বাসী হতে হবে

মেয়েরা আত্মবিশ্বাসী পুরুষদের পছন্দ করে। পাশাপাশি ব্যক্তিত্ববান হতে হবে।

কেয়ারিং বয়ফ্রেন্ড হওয়া

প্রত্যেক নারীই চায় তার মনের মানুষ তার প্রতি যত্নবান হোক। কেয়ারিং বয়ফ্রেন্ড মেয়েরা পছন্দ করে।

মজার কথাবার্তা

পুরুষদের সেন্স অফ হিউমার মেয়েদের আকৃষ্ট করে। মজার কথাবার্তায় প্রিয় মানুষকে পার্থিব দুঃখ কষ্ট থেকে ভুলিয়ে রাখতে হবে। 

ফিটফাট থাকুন

মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন ও ফিটফাট থাকতে পছন্দ করে। মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটিও সব সময় ফিটফাট থাকুক।

চোখে চোখ রেখে কথা বলা

মেয়েদের চোখের দিকে সরাসরি চোখ রেখে কথা বলুন। চোখে চোখ রেখে না বলা অনেক কথা বলে ফেলুন। আবেগপ্রবণ হোন প্রয়োজনে।

হাসি খুশি থাকা

আপনার মনে অনেক কষ্ট থাকতেই পারে। কিন্তু প্রিয় নারীকে কখনও আপনার দুঃখ-কষ্ট বুঝতে দেবেন না। তার সামনে সব সময় হাসি খুশি থাকুন।

সময় দেওয়া 

প্রিয় মানুষকে সময় দেওয়ার চেষ্টা করুন।

নিজের বিষয়গুলো শেয়ার করুন

তার পছন্দ, অপছন্দের প্রতি সদা যত্ন রাখুন। নিজেদের ভাল লাগা, খারাপ লাগার বিষয়গুলো শেয়ার করুন একসঙ্গে। 

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি