ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রেকআপ থেকে নিতে পারেন ৫ অভিজ্ঞতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৩০ মে ২০১৮ | আপডেট: ১০:২০, ৩১ মে ২০১৮

সম্পর্ক শুরু হলে ভেঙে যাওয়ারও বিষয়টা থাকে। এটা অস্বাভাবিক কিছু না। জীবনের ভালো মুহূর্ত হোক আর খারাপ মুহূর্তই হোক প্রতিটা মুহূর্তই শিক্ষনীয় এবং প্রতিটা মুহূর্ত থেকেই অভিজ্ঞতা অর্জন হয়। সুতরাং প্রেমের ব্রেকআপ হলে মন খারাপ না করে বরং সেটা এক ধরনের অভিজ্ঞতা বলে মেনে নেওয়াই উত্তম।

১) কেউ পুরোপুরি পারফেক্ট হয় না

পুরোপুরি পারফেক্ট কেউই হয় না। তাই যার সঙ্গে ব্রেকআপর হয়েছে সে হয়তো পারফেক্ট নয় সুতরাং তার জন্য মন খারাপ করার কোনও মানেই হয় না। বরং এর থেকে শিক্ষা নিয়ে নতুন সম্পর্ককে মজবুত করে তুলুন। যে যেমনই হোক না কেন, তাকে সেভাবেই মেনে নিন। মানুষটিকে ভালোবাসুন। দেখবেন সব ঠিক থাকবে।

২) নিজেকে গুরুত্ব দিতে হবে

সম্পর্ক আছে মানেই যে শুধুমাত্র পার্টনারকে গুরুত্ব দেবেন তার কোনও মানে নেই। অনেকেই পার্টনারকে গুরুত্ব দিতে গিয়ে নিজের ইচ্ছে অনিচ্ছের কথাই ভুলে যান। এটা কখনওই করবেন না। আপনার যেটা করতে সব থেকে বেশি ভালো লাগবে সেটাই করুন। সারক্ষণ পার্টনারের ইচ্ছে মতো চলতে গেলে এক সময় নিজেকে হারিয়ে ফেলবেন। তখন দেখবেন আর কিছুই করার থাকবে না। 

৩) মানসিক শান্তি

ব্রেকআপ হলে কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক। পার্টনার যখন ব্রেকআপর করে তখন নিজে নিজেই মনে করুন যে আপনি একটা খারাপ সম্পর্ক থেকে বের হয়ে আসতে পেরেছেন। এতে দেখবেন মানসিক শান্তি পাবেন। কয়েকটা দিন হয়তো খারাপ লাগবে। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সবই ঠিক হয়ে যাবে। এই শিক্ষা নিয়ে নতুন সম্পর্কের দিকে পা বাড়াতে পারেন।

৪) সম্পর্কের জন্য অন্যদের অবহেলা

সম্পর্কে রয়েছেন সেই সময় শুধু আপনি পার্টনারকে সময় দিয়েছেন কিন্তু আপনার কাছের মানুষদের সময় দিতে পারেন নি। এই অবহেলা আপনার যে কত ক্ষতি করছে তার ব্রেকআপ হওয়ার পরই বুঝতে পারবেন। দেখা যায়, অনেক সময় আপনি ভাবছেন যে আপনার পার্টনার আপনার কত খেয়াল রাখছে। আর সেই মোহতেই আপনি কাছের মানুষদের ভুলেই গিয়ে কাছের মানুষদের ভুলে গেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পার্টনারের আসল চেহারা আপনার সামনে এল। যখন বিষয়টা বুঝতে পারলেন তখন দেখলেন সব শেষ হয়ে গেছে। কাছের মানুষরাও আপনার থেকে দূরে সরে গেছে। 

৫) ভালো দিনের অপেক্ষা

খারাপ সময় কখনও বলে আসে না। কিন্তু যখন আসে তখন আর সমস্যার শেষ থাকে না। ঠিক তেমনই আপনার মজবুত সম্পর্ক কখন ভেঙে চুরমার হয়ে যাবে তা কেউ বলতে পারে না। তবে এর জন্য ভেঙে পড়বেন না। একটা খারাপ স্বপ্ন দেখছিলেন ভেবে বিষয়টিকে উড়িয়ে দিন। আর নতুন সকালের জন্য অপেক্ষা করবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে, রাতের পর কিন্তু দিন আসেই। কেউ আটকাতে পারে না। তাই আপনার জীবনে সঠিক মানুষটি আসার অপেক্ষা করুন।

কেএনইউ/  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি