পুরুষসঙ্গী অপরিপক্ক কিনা বুঝবেন যে ৫ উপায়ে
প্রকাশিত : ১৭:০৮, ৩১ মে ২০১৮ | আপডেট: ১৪:২৯, ২ জুন ২০১৮
আপনি সম্পর্ক করছেন। কিন্তু সেই সম্পর্কে যদি পুরুষসঙ্গী অপরিণত হয় বয়সে নতুবা আচরণে তাহলে সম্পর্কে হতাশা নেমে আসবে। কিন্তু আপনি এমনটা কখনই চাইছেন না, সুতরাং কিছু উপায়ে পুরুষসঙ্গীকে চিনে নিন।
১) অল্পতেই ভেঙে পড়ে
এ ধরনের পুরুষরা একটুতেই ভেঙে পড়ে। যে রকম পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা প্রয়োজন সে রকম পরিস্থিতিতে এরা ভেঙে পরে।
২) সঠিক সিদ্ধান্ত নিতে পারে না
অপরিপক্ক মানসিকতার পুরুষেরা কোন বিষয়ই সিদ্ধান্ত নিতে পারে না। দু’জনের সম্পর্কের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলেও এরা সাধারণত প্রেমিকার ওপরই নির্ভরশীল হয়ে থাকে।
৩) পরিকল্পনাহীন
যেসব পুরুষসঙ্গী পরিকল্পনা ছাড়াই জীবন-যাপন করে তাদেরকে অপরিপক্ক হিসেবে ধরে নেয় প্রেয়সী। ভবিষ্যতের ব্যাপারে এদের তেমর কোন পরিকল্পনা থাকে না।
৪) প্রতিশ্রুতি রাখতে না পারা
আপনার প্রেমিক পুরুষটি যদি কোনো প্রতিশ্রুতি রাখতে না পারে তাহলে ভাববেন সে মানসিকভাবে অপরিপক্ক। কেননা দায়িত্ব গ্রহণের মানসিক বয়স বা পরিপক্কতা এখনও তার আসেনি। শুধু আধুনিকতার ছোঁয়ায় একটি সম্পর্কে সে জড়িয়েছে।
৫) অবিবেচক প্রকৃতির হলে
আপনার পুরুষসঙ্গীটি যদি অনেকটা অবিবেচক প্রকৃতির হয়ে থাকেন অর্থাৎ কোনো বিষয়েই তার যদি কোনো বিবেচনাবোধ না থাকে তাহলেও ভাববেন যে তিনি মানসিকভাবে অপরিণত একজন পুরুষ। কেননা একজন পরিণত মানসিকতার পুরুষের মাঝে অবশ্যই বিবেচনাবোধ থাকবে।
কেএনইউ/