ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ত্বকের যত্নে আমের রস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ৫ জুন ২০১৮ | আপডেট: ১৩:০৩, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আমের রস দিয়ে ত্বকের যত্ন। অবাক হচ্ছেন! অবাক হওয়ার কিছু নেই। কারণ অনেক রূপচর্চাবিদ আমের রস দিয়ে ত্বকের যত্ন বিষয়ক বিভিন্ন টিপস দিয়েছেন। আমের মধ্যে থাকা ভিটামিন এ, ভিটামিন সি, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি উপাদান ত্বকের যত্নে খুবই উপকারি।  তাই এই গরমে নিজের ত্বকের যত্ন নিতে কিভাবে আমের রসকে কাজে লাগাবেন এরকমই কিছু টিপস উপস্থাপন করা হলো।

১) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে    

অনেক সময় যত্নের অভাবে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তা হলে সহজেই ঘরোয়া পদ্ধতিতে আমের রসের ব্যবহার করতে পারেন। ১ চামচ আমের পাল্প, ২ চামচ ময়দা, ১ চামচ মধু দিয়ে একটি প্যাক বানান। এর পরে পুরো মুখের মধ্যে লাগান। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২) মৃত কোষ

যত্নের অভাবে ত্বকের মধ্যে ধুলো, ময়লা জমতে থাকে এবং মুখের মধ্যে মৃত কোষগুলো থেকে যায়। ত্বকের যত্ন নিতে অনায়াসে আম ব্যবহার করতে পারেন। আমের পাল্পের মধ্যে ১ চামচ মধু, ১ চামচ দুধ মিশিয়ে একটি স্ক্র্যাবার বানিয়ে নিন। এর পরে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।

৩) নরম ও কোমল ত্বক

নরম ও কোমল ত্বক রাখতে চাইলে ২ চামচ আমের পাল্প, ১ চামচ ওটস, ২ চামচ দুধ মিশিয়ে স্ক্র্যাবার বানিয়ে নিন। এর পরে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। স্ক্র্যাবারটি মুখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।

৪) ব্রণ

ব্রণ থেকে মুক্তি দিতে পারে আম। ১ চামচ আমের পাল্প, ২ চামচ টক দই ও ২ চামচ মধু দিয়ে প্যাকটি বানিয়ে নিন। ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এর পরে জল দিয়ে ধুয়ে নিন।   

এমএইচ/এসি 

  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি