ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রেকআপ করলেই ব্রেকআপ ফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিবাহবিচ্ছেদ করলে ভরণপোষণ দিতে হয় স্বামীকে। বিশ্বে এ ধরণের প্রথা চালু থাকলেও ব্রেকআপের ক্ষেত্রে জরিমানার কথা কখনো শোনা যায়নি। তবে চীনে এবার সেই ব্যতিক্রম বিষয়টি-ই ঘটেছে।

সাক্ষাত্, প্রেমালাপের পর যদি মনে হয়, ‘পারছি না’ বা ‘সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়’...ইত্যাদি, সে ক্ষেত্রে চীনে দিতে হচ্ছে ‘ব্রেকআপ ফি’। ডেটিং বা প্রেমপর্বে হওয়া খরচ (রেস্তোরাঁয় খাবার খরচ, উপহারের খরচ, ঘুরতে যাওয়ার খরচ ইত্যাদি) বাবদ জরিমানা দিতে হবে! আর নতুন ডেটিং আইনের কারণে ‘ব্রেকআপ ফি’ গুনতে হচ্ছে চীনের নাগরিকদের।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন নয়ম অনুযায়ী, চিনে যে ব্যক্তি ব্রেকআপের উদ্যোগ নেন, তিনিই এই জরিমানা দেন। দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই ব্রেকআপ-এর উদ্যোগ নেন এবং জরিমানা দেন। তবে কিছু ক্ষেত্রে মহিলারাও জরিমানা দিয়েছেন।

কেন এমন অদ্ভুত নিয়ম? সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মূলত ‘ব্রেকআপ’-এর প্রবণতা কমাতে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী পরিনতি দিতেই এই নিয়ম চালু করা হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি