ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার আইসক্রিমেও ভায়াগ্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

এবার আইসক্রিমেও মিলবে ভায়াগ্রার ডোজ! বিশ্বাস হচ্ছে না? ব্রিটেনের এক আইসক্রিম নির্মাণকারী সংস্থা তৈরি করেছে ভায়াগ্রা আইসক্রিম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি আইসক্রিম স্কুপে আছে ২৫ মিলিগ্রাম ভায়াগ্রা। অর্থাৎ এই আইসক্রিম যত খাবেন, তত তীব্র হবে কামনা, বাসনা!
কিন্তু হঠাৎ কেন এই ভায়াগ্রা আইসক্রিম তৈরি করা হয়েছে? জানা গেছে, সাউথ ওয়েলসের এক বিত্তবান ব্যক্তির বিশেষ অনুরোধেই এই বিচিত্র আইসক্রিম তৈরি করে এই সংস্থা। এই ভায়াগ্রা আইসক্রিমের রেসিপি যার, তার নাম চার্লি হ্যারি ফ্র্যান্সিস।

চার্লি জানান, অর্ডার মতো আইসক্রিমে ভায়াগ্রা মেশানো হয়েছে। আর স্বাদে চমক আনতে এরই সঙ্গে যুক্ত করা হয়েছে শ্যামপেনও। সব মিলিয়ে অভিনব মিশেলে তৈরি হয়েছে এই ভায়াগ্রা আইসক্রিম! আইসক্রিম বাড়াবে যৌন ইচ্ছা, সঙ্গে নেশাও।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি