ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচ্ছেদ থেকে শেখার আছে ৫টি বিষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

সম্পর্ক ভেঙে গেছে তাই নিজেও ভেঙে পড়ছেন। এমনকি আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছেন। কিন্তু এটা কোন সমাধান নয়। বরং নিজেরই ক্ষতি করছেন। সুতরাং সম্পর্ক থাকলে সম্পর্ক ভাঙবে, এটা মেনে নিয়ে পরবর্তী নতুন জীবন শুরু করেন।

তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি বুঝতে পারবেন কোনটা করলে ঠিক হবে আর কোনটা করলে ভুল হবে।

প্রেম সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে

ছোট থেকেই বিশ্বাস করেছি ‘প্রেম জীবনে এক বারই আসে’। যদিও এই তত্ত্বের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু নিজেদের বিশ্বাসের কারণে ব্রেক আপ হলে মনে করি, সব শেষ। এবার এই বিশ্বাস থেকে বের হোন। নিজেকে চিনতে শিখুন।

বাস্তবতা শেখায়

সম্পর্কের ভেতর আবেগ গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ডেট করা, উপহার আদান-প্রদান এবং ছোট ছোট বিষয়ে অভিমানের মতো ব্যাপার থাকে। অন্যদিকে যখন বিচ্ছেদ ঘটে, তখন জীবনের প্রকৃত বাস্তবতা সামনে আসে। যার ফলে পরে কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনি আরো বেশি সচেতন হবেন।

আত্মবিশ্বাস বাড়ায়

সম্পর্ক থাকার সময় অধিকাংশ মানুষ কোনো সমস্যা কিংবা বিষণ্ণতায় ভুগলে সঙ্গীর ওপর নির্ভর করেন। আর বিচ্ছেদের পর বুঝতে পারবেন, ভালো থাকা আসলে নির্ভর করে নিজের ওপর। আর এ সময় আপনি আত্মনির্ভরশীল হতেও শিখবেন।

জীবনে কোনো কিছুই স্থায়ী নয়

পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী হয় না। মানুষের অনুভূতিরও পরিবর্তন ঘটে। সম্পর্ক বিচ্ছেদ মানে সব শেষ হওয়া নয়, নতুন করে শুরু করা।

নতুন করে বাঁচতে শেখায়

অনেকেই বলে, প্রেম জীবনে একবার আসে। কথাটি ভিত্তিহীন। কেননা, বাধা পেরিয়ে সামনে নতুন করে এগিয়ে যাওয়ার নাম জীবন। সম্পর্কে বিচ্ছেদ ঘটলে নতুন করে জীবন শুরুর প্রেরণা পাবেন।

জীবন মানেই সংগ্রাম

জীবন মানেই সংগ্রাম করে বেঁচে থাকা। সম্পর্কে বিচ্ছেদের ফলে মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক। কিন্তু এর মধ্য দিয়েই আপনি পুনরায় নিজের পায়ে দাঁড়াতে পারবেন, যা আপনাকে আগের তুলনায় স্বাবলম্বী করে তুলবে।

কেএনইউ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি