ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষাকালে ত্বকের যত্নে ঘরোয়া ৫ টোটকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বর্ষাকালে টিপটিপ বৃষ্টি অনেক আনন্দের। কিন্তু এই আবহাওয়া বেশিরভাগ প্রভাব পড়ে ত্বকের উপর। সারাদিনের বৃষ্টিতে ত্বক শুষ্ক ও নিস্প্রাণ হয়ে পড়ে। এছাড়াও আদ্র আবহাওয়ায় ত্বকে নানা ধরনের ফুসকুড়ি, একজিমাও হতে পারে। তাই ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

ঘন ঘন মুখ ধোওয়া

বর্ষাকাল মানেই কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেড়ে যায়। তাই ঘাম, তেল সারাদিন ধরে মুখে জমতেই থাকে। আর বর্ষাকালে ওই অতিরিক্ত ঘাম, তেল থেকে হওয়া ব্রণর থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, তা হলে কিন্তু রোজ অন্তত তিনবার মুখ ধোওয়া মাস্ট। পছন্দের ফেসওয়াশ ব্যবহার করতেই পার। তার পর মুখে টোনার লাগাতে ভুলবে না।

সানস্ক্রিনের ব্যবহার

বর্ষাকাল মানেই তো অর্ধেক দিন সূর্য ঢাকা থাকে মেঘের আড়ালে। আর তাই তুমিও দিব্যি মনের আনন্দে সানস্ক্রিন না মেখে বেরিয়ে পড়ো। খবরদার! এটা কিন্তু একদম করবে না। যখনই বেরবে রাস্তায়, সানস্ক্রিন মাখতেই হবে।

স্ক্রাব ব্যবহার

তোমার স্কিনে যদি মরা কোষ আর তেল থাকে, তাহলে তো স্কিন এমনিতেই বিচ্ছিরি দেখতে হয়ে যায়। তাই রোজ যদি পারফেক্ট আর ফ্রেশ থাকতে চাও, তা হলে স্ক্রাব করে নিতে পার। স্ক্রাবার বাড়িতেও বানাতে পার, বা যে স্ক্রাবার তোমার সুট করে, সেটাও লাগাতে পার। বাড়িতে বানাতে হলে চালের গুঁড়ো আর গোলাপ জল মিশিয়ে চটজলদি একটা স্ক্রাব বানিয়ে নিতে পার। মুখ পরিষ্কার করতে এটা কিন্তু দারুণ কাজ দেয়।

হলুদ-মধুর ফেসপ্যাক

ঘরে বানিয়ে নিতে পার এটাও। বেসন, হলুদ, মধু মিশিয়ে দারুণ একটা ফেসপ্যাক হতে পারে। এটা নিয়ম করে মুখে লাগাতে পারলে দেখবে আকাশে মেঘ করলেও তোমার মুখ থাকবে জেল্লাদার।

প্রচুর পানি খেতে হবে

নিয়ম করে প্রচুর পানি খেতেই হবে। রোজ অন্তত ৮-১০ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করতে হবে। তোমার স্কিনকে সুন্দর রাখার এটা কিন্তু গোপন টোটকা।

সূত্র : এনডিটিভি।

কেএনইউ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি