তেল সারাবে চর্মরোগ!
প্রকাশিত : ০০:০২, ১৯ জুলাই ২০১৮
আজারবাইজানের অন্যতম ছোট শহর নাফতালানে এক ধরণের অব্যবহৃত তেল পাওয়া যায়। যেটি শহরের নামানুসারে নাফতালান তেল বলে ডাকা হয়। আর এই তেল ওই শহরে আগমনকারীরাদের আকর্ষণ করেছে।
এই অপরিশোধিত তেল অনেক আগ থেকেই ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে আসছে। কিন্তু পোড়ানোর জন্য এই তেল উপযুক্ত নয়। এটা বলা হয়ে থাকে যে এই তেলে স্বাস্থ্যকর কিছু উপাদান রয়েছে। তাই উপকার পাওয়ার জন্য অনেক মানুষ এই তেল দিয়ে গোসল এবং শরীর মেসেজ করে থাকে।
১৯২৬ সালে নাফতালানে ভ্রমণকারীদের জন্য বিভিন্ন হোটেল তৈরি করা হয়। আর সেই সময় শারীরিক ফিটনেসের উপর বেশি জোর দেওয়া হতো। তাই সেই সময় থেকেই এই তেল ব্যবহার করা হয়ে আসছে বলে জানা গেছে।
বসন্ত ঋতুতে নাফতালানের হোটেলগুলো দেশি-বিদেশী ভ্রমণকারীদের দ্বারা পূর্ণ হয়ে যায়।
সে সময় দেশ-বিদেশ থেকে আগমনকারী অতিথিদের মধ্যে প্রায় অনেকেই ঐতিহ্যবাহী অপরিশোধিত তেল দিয়ে গোসল করে। এই আশায় যে, এই তেলে ব্যবহারের মাধ্যমে শরীর চর্ম জাতীয় যাবতীয় রোগ সেরে যাবে।
বলা হয়ে থাকে যে নাফতালিনের তেল দ্বারা দীর্ঘমেয়াদী জয়েন্টের ব্যাথা এবং হাড়ের ব্যাথা দূর হয়।
ওই তেলের উপকারিতা নিয়ে জিজ্ঞেস করা হলে, ওই অঞ্চলের কারাবাগ স্প্যা হোটেলের মেডিকেল বিভাগের পরিচালক জানান, এটা প্রমাণিত যে এই তেল দিয়ে গোসল বা শরীরে মেসেজ করার কারণে বিভিন্ন ধরেণের চর্ম রোগ নিরাময় হয়।
সূত্র: সিএনএন
এমএইচ/এসি