ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গায়ের রঙের সঙ্গে ম্যাচ করে বেছে নিন লিপস্টিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৩ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৪২, ৪ আগস্ট ২০১৮

নারীদের সাজগোজের প্রিয় একটি অংশ হচ্ছে লিপস্টিক। আর কিছু সাজুক আর না সাজুক বাহিরে বের হওয়ার সময় টুপ করে একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে বের হয়ে যান অনেকেই। দেখতেও বেশ সুন্দর লাগে। তবে যে কোনও রঙের লিপস্টিক দিলেই যে সুন্দর লাগবে তা কিন্তু নয়। স্কীনের সঙ্গে লিপস্টিকের রং ম্যাচ না করলে দেখতে খুব খারাপ লাগবে। তাই স্কীনের সঙ্গে ম্যাচ করেই লিপস্টিক পড়ুন।

উজ্জ্বল শ্যামবর্ণ

উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারিণী হলে লিপস্টিকের রঙের বিষয়ে আপনি সাহসী হয়ে উঠতেই পারেন৷ ভাবনাচিন্তা না করেই বেছে নিতে পারেন যে কোনও রং৷ সকালের অনুষ্ঠানে জন্য গোলাপি লিপস্টিক আদর্শ৷ বিকেলের কোনও অনুষ্ঠানের জন্য লালের যে কোনও শেড বেছে নিতেই পারেন আপনি৷  

শ্যামবর্ণ

কোনও অনুষ্ঠানে যাওয়ার সময় পোশাকের রং অনুযায়ী লিপস্টিক বেছে নেওয়াই ভাল৷ শ্যামবর্ণের মহিলাদের জন্য কমলার যে কোনও শেডে ঠোঁট রাঙাতেই পারেন আপনি৷ আপনার ইচ্ছানুযায়ী ক্রিমি, ম্যাট অথবা গ্লসি যে কোনও লিপস্টিক পরে হয়ে উঠতেই পারেন অপরূপা৷

কৃষ্ণবর্ণ

গায়ের রং কালো নিয়ে খুঁতখুঁতুনি রয়েছে অনেকেরই৷ গায়ের রং নিয়ে ভাবনাচিন্তা না করে বরং মন দিন ঠোঁট রাঙানোর কাজে৷ গোলাপি অথবা মেরুন রঙে সাজিয়ে তুলুন নিজের ঠোঁট৷ ম্যাট শেড হলে বেছে নিতে পারেন যে কোনও লিপস্টিকই৷ 

লাল শেডের লিপস্টিক

লাল লিপস্টিক পছন্দ করেন বেশিরভাগ নারীই৷ প্রায় সবার কালেকশনেই থাকে লাল লিপস্টিক৷ আপনার স্কিনটোন যাই হোক না কেন, ফরসা হোন বা কালো, ঠোঁট রাঙিয়ে তুলতেই পারেন লালের ছোঁয়ায়৷

ওয়াইল্ড বেরি

কালো হোন বা ফর্সা, তাতে কি যায় আসে? পছন্দ হলে অনায়াসেই হাত বাড়াতেই পারেন ওয়াইল্ড বেরি শেডের লিপস্টিকের দিকে৷ কে বলতে পারে, ওয়াইল্ড বেরি ঠোঁটই হয়তো কারও মন ছুঁয়ে যেতে পারে৷

কেএনইউ/একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি