শ্রীদেবীর তৈরি ঘরোয়া টোটকাতেই মেয়ের ঘন কালো চুল!
প্রকাশিত : ১৮:৪৯, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:০৬, ১৪ আগস্ট ২০১৮

‘ধড়ক’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই লাইম লাইটে শ্রীদেবী কন্যা জাহ্নবী। তার সৌন্দর্যে ঘায়েল হয়েছে অনেকেই। ক্রমেই লম্বা হচ্ছে ভক্তদের লিস্ট। নিজের সৌন্দর্যের গোপন রহস্য এবার নিজেই খোলসা করলেন জাহ্নবী।
এক ফ্যাশন ম্যাগাজিনের কাছে দেওয়া সাক্ষাৎকারে তার লম্বা ঘন চুলের রহস্য প্রকাশ করেছেন জাহ্নবী কপূর। তিনি জানিয়েছেন, কোনও নামী-দামি শ্যাম্পু নয়, মায়ের তৈরি ঘরোয়া টোটকা ব্যবহার করেই এমন সুন্দর হয়েছে তার চুল।
শ্রীদেবী নিয়মিত মাথায় তেল মালিশ করার পরামর্শ দিয়েছিলেন জাহ্নবীকে। তবে এই তেল ঘরেই তৈরি করতেন তিনি।
কীভাবে বানাতেন তিনি এই হেয়ার অয়েল?
- এক কাপ নারকেল তেল
- আধ কাপ আমলকি
- কিছু শুকনো জবা ফুল
- এক চামচ মেথি
এবার একটি পাত্রে নারকেল তেল ঢালতে হবে। তার পর তার মধ্যে জবা ফুল, মেথি ও আমলকি মেশাতে হবে। শেষে হালকাভাবে ফোটাতে হবে মিশ্রণটি। প্রায় ৩০ মিনিট ফোটানোর পরে ঠাণ্ডা করে তার পরে একটি কাঁচের বোতলে ঢেলে রেখে ব্যবহার করতে হবে।
শ্রীদেবীর পরামর্শ অনুযায়ী, সপ্তাহে তিন বার এই তেল মালিশ করলেই আপনার চুল ঘন কালো আর লম্বা হবে।
তার এই টোটকা ব্যবহার করেই তার কন্যা হয়ে উঠেছেন অনেকের কাছে আকর্ষণীয়।
তথ্যসূত্র: এবেলা।
কেআই/ এসএইচ/