ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে ত্বকের যত্নে ফেসিয়াল মিস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদে কম বেশি সবাই সাজতে পছন্দে করেন। তাই মেকআপ এর দরকার হয়। ত্বকের যত্ন নিতে ফেসিয়াল প্রায়ই করেন, কিন্তু ফেসিয়াল মিস্টের ব্যাপারে জানেন কি? জানলে বুঝবেন, এতে উপকার প্রায় ফেসিয়ালের দ্বিগুণ। আসুন তাহলে জেনে নিন, ফেসিয়াল মিস্টের সম্পর্কে।

ত্বকের ফ্রেশ গ্লো আনতে মিস্ট এখন ইন স্টাইল:

যদি কিছুতেই ম্যানেজ করতে না পারেন মুখের শুকনো ভাব, তা হলে মিস্ট ট্রাই করুন আজই। ইনস্ট্যান্ট কুলিং তো পাবেনই, সঙ্গে গ্লো বাড়বে মুখে। মিস্টের জলীয় অংশ ত্বকের এন্ডোডার্ম অবধি পরিষ্কার করে দেবে টক্সিন। কাজ হবে টোনিংয়ের।

মিস্ট বাছতে জোর দিন অ্যারোমা বেস-এর ওপর-

বাজার চলতি যেকোনো মিস্ট বেছে নিলেই কিন্তু চলবে না। বরং ভরসা রাখুন অ্যারোমা বেসড এসেনসিয়াল অয়েলে ভরপুর মিস্টে। টি ট্রি অয়েল, অ্যালোভেরা ও ভিটামিন সি সমৃদ্ধ টোনারে মুখের চামড়া হবে টানটান আর তরতাজা।

 

এড়িয়ে চলুন সিন্থেটিক মিস্ট-

ফরম্যালডিহাইড, প্যারাবেন ও সিন্থেটিক ফ্র্যাগরেন্স যুক্ত মিস্ট আজই বদলান। এতে উপস্থিত বেনজয়েল পারক্সাইড, ট্রিকলোসানের মতো উগ্র রাসায়নিকে আরাম সাময়িক মিললেও দ্রুত ক্ষতি হবে কোষের। বরং স্পর্শকাতর ত্বক হলে স্প্রিং ওয়াটার বেসড মিস্ট। এর মৃদু প্রলেপে লালিত্য ফিরে পাবে।

দিনে দু’বার মিস্ট-

কম সময়ে উপকার পেতে প্রতিদিন দু’বেলা ব্যবহার করুন মিস্ট। চোখ বাঁচিয়ে সামান্য দূরত্ব থেকে স্প্রে করুন। শুকাতে দিন মুখেই। মিস্ট মুখে বসে গেলে তার উপর করুন মেকআপ। ওয়েল বেসড মিস্ট হলে মেক আপ থাকবে অনেকক্ষণ আর তাজা রাখবে মুখ।

ঘন ঘন কোম্পানি বদলাবেন না-

আমাদের শরীরে মুখের ত্বক খুব সেন্সেটিভ। তাই যে কোম্পানির মিস্ট ব্যবহার করেন, তাতে মুখ অনেকটাই উপযোগী হয়ে যায়। ঘন ঘন মিস্টের কোম্পানি বদলালে মুখের ত্বক তা মানিয়ে নিতে সময় নেয়। অনেক সময় উপাদানের হেরফেরে অ্যালার্জি বা প্রদাহ দেখা দিতে পারে।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি